Holi Hai: নাচনেওয়ালিকে খাবলে ধরে BJP মন্ত্রী আর যা করলেন…

Colorful Holi party given by BJP MP from Gurgaon Inderjit Singh

হোলি হ্যায়! (Holi Hai) ব্যাকগ্রাউন্ডে বাজছে লঙ্গা ইলাইচা কা…আর তুমুল উত্তেজনা মন্ত্রী মশাইয়ের। তিনি নাচনেওয়ালিকে খাবলে ধরে নিয়েছেন। বাকিরা আঁকুপাঁকু করছেন মন্ত্রী ছাড়লেই তারাও খাবলাতে শুরু করবেন। কিন্তু মন্ত্রী (Inderjit Singh) ছাড়লে তো সুযোগ মিলবে। তিনি ছাড়েনই না। একসময় ওই নাচনেওয়ালির সঙ্গে আঠার মতো চিটে গিয়ে যা ঘটালেন সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পরিসংখ্যান বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ও গুরুগ্রামের (গুড়গাঁও) বিজেপি সাংসদ ইন্দ্রজিত সিংয়ের অশ্লীল হোলি খেলার ছবি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নেট দুনিয়ায় ঢি ঢি পড়ে গেছে। জানা যাচ্ছে হোলি উপলক্ষে বন্ধুদের নিয়ে আনন্দ করছিলেন ইন্দ্রজিত সিং। সেই অনুষ্ঠানে ভাড়া করে আনা হয় নাচনেওয়ালিকে।

   

https://twitter.com/Vini_J26/status/1504402243591704582?s=20&t=XnOV7ibRtA-M_vflhY0MAg

ভিডিওতে দেখা যাচ্ছে গুরুগ্রামের সাংসদ একেবারে আত্মহারা হয়ে যান। তিনি নাচনেওয়ালিকে বারবার জাপটে ধরেন। বাকি সাঙ্গোপাঙ্গোরা মন্ত্রীর মতো চেষ্টা করতে থাকেন। উড়তে থাকা টাকা।

<

p style=”text-align: justify;”>ছবি ভাইরাল হতেই বিব্রত মন্ত্রী। জানা গিয়েছে, তিনি যখন নাচনেওয়ালির উপর হামলে পড়ে খাবলাচ্ছিলেন তখন কে এক বন্ধু সেই মুহূর্ত ভিডিও করে নেয়। তারপর অচিরেই সেটি ভাইরাল হতে শুরু করেছে। কে সেই বন্ধু-বিভীষণ জানতে চান মন্ত্রী। মেলেনি উত্তর। হরিয়ানার গুরুগ্রামের (গুড়গাঁও) সাংসদ ইন্দ্রজিত সিং আগেও বিতর্কে জড়িয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন