
কলকাতা: রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED) বনাম রাজ্য প্রশাসনের সংঘাত এবার এক চরম ও নজিরবিহীন মোড় নিল। আইপ্যাক (I-PAC) অফিসে তল্লাশিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছেন এবং ‘তথ্যপ্রমাণ’ সরিয়ে নিয়ে গিয়েছেন, এই বিস্ফোরক অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। অন্যদিকে, তৃণমূলের পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ২০২৬-এর নির্বাচনের ‘গোপন রণনীতি’ চুরি করার চেষ্টা করছে বিজেপি।
ইডির দাবি: হাওয়ালা রুট ও ২০ কোটির রহস্য
সিএনএন-নিউজ ১৮-এর তথ্য ও ইডি সূত্রে দাবি করা হয়েছে, ২০২১-২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারের জন্য কয়লা কেলেঙ্কারির অন্তত ২০ কোটি টাকা ব্যবহার করা হয়েছিল। ইডির দাবি, অনুপ মাঝি ওরফে লালার সিন্ডিকেট থেকে সংগৃহীত এই অর্থ কলকাতা থেকে ‘আর কান্তিলাল’ নামক হাওয়ালা অপারেটরের মাধ্যমে গোয়ায় পাঠানো হয়। তদন্তে উঠে এসেছে যে, গোয়ার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এই টাকা দেওয়া হয়েছিল যারা আইপ্যাক-এর হয়ে কাজ করছিল। হোয়াটসঅ্যাপ চ্যাট ও বিভিন্ন হাওয়ালা অপারেটরের বয়ান থেকে এই ২০ কোটির আর্থিক লেনদেনের জাল উদ্ধার করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার।
লাউডন স্ট্রিটে নজিরবিহীন ‘অপারেশন’ coal scam money trail i-pac
বৃহস্পতিবার সকালে ইডি যখন আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও অফিসে হানা দেয়, তখন পরিস্থিতি শান্তই ছিল। কিন্তু বেলার দিকে সেখানে পৌঁছন পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং তার কিছুক্ষণ পরেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁর পদের প্রভাব খাটিয়ে তল্লাশিতে বাধা দেন এবং পুলিশের পাহাড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল হার্ড ড্রাইভ ও নথি (যা গ্রিন ফাইলে ছিল) নিয়ে বেরিয়ে যান। ইডির দাবি, যে তথ্যপ্রমাণ সরানো হয়েছে তা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারত।
“আমার ফাইল, আমার পার্টি”: মুখ্যমন্ত্রীর পালটা হুঙ্কার
অভিযানের মাঝেই প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের একটি সবুজ ফাইল দেখিয়ে বলেন, “প্রতীক আমার পার্টির আইটি ইনচার্জ। ইডি এখানে তদন্ত করতে আসেনি, এসেছে আমার ২০২৬-এর নির্বাচনী রণনীতি ও প্রার্থী তালিকা চুরি করতে। আমি সব হার্ড ডিস্ক আর ফাইল গুছিয়ে নিয়ে এসেছি।” মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে সরকারি যন্ত্রকে ‘তথ্য চুরির’ কাজে লাগাচ্ছে।
হাইকোর্টে আইনি লড়াই ও তৃণমূলের বিক্ষোভ
শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডি একটি পিটিশন দাখিল করে মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বিচারপতি এই নজিরবিহীন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে মামলার পক্ষ (Party) করার আবেদন খতিয়ে দেখছেন। এদিকে, তৃণমূলও পালটা মামলা করে ইডির সংগৃহীত নথি যেন প্রকাশ না করা হয় তার আবেদন জানিয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার কলকাতা জুড়ে প্রতিবাদ মিছিল ও আন্দোলনের ডাক দিয়েছে জোড়াফুল শিবির।
Bharat: How did Rs 20 crore from the coal scam reach Goa? ED investigation reveals a sensational hawala trail linking coal smuggling proceeds to I-PAC’s campaign funds. Read the exclusive details on the Kolkata-Goa money route and the I-PAC raid.










