পাটনা: বিহারে বেজে গিয়েছে ভোটের দামামা। শুক্রবার বিহারের সারান জেলায় পৌঁছে বিজেপির ‘ভোল্টেজ’ আরও বাড়িয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী (Amit Shah)। আম্নোউর বিধানসভা কেন্দ্রের তারিয়ার বিধায়ক জনক সিং-এর জন্য প্রচারে নেমে কার্যত ঝড় তুলে দিলেন অমিত শাহ।
লালু যাদবের ‘জঙ্গলের রাজত্ব’ ঘুচিয়ে বিগত ২০ বছর ধরে বিহারের চেহারাই পাল্টে দিয়েছে নীতিশ কুমার (Nitish Kumar) বলে দাবী করলেন তিনি। এদিন তারিয়ার জনসভায় বিহারের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, “ছাপড়া, সারানের যুবকদের নতুন করে লালু যাদব-রাবড়ি দেবীর ‘জঙ্গল-রাজের’ কথা মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আপনারা সকলেই তা মুছে ফেলার শপথ নিয়েছেন।”
তিনি আরও বলেন, “বিহারকে জঙ্গলের রাজত্ব থেকে মুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদী গত ১১ বছর ধরে বিহারের উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। দরিদ্রদের কাছে এই ১১ বছর আশীর্বাদের চেয়ে কম নয়”। পাশাপাশি, এই বছর বিহার চারটি দীপাবলি উদযাপন করছে বলে ঘোষান করেন অমিত শাহ।
তিনি বলেন, “নীতিশ কুমারের নেতৃত্বে আমরা বিহারে লড়াই করছি। এইবার বিহার মোট চারটি দীপাবলি উদযাপন করার সুযোগ পেয়েছে। একবার যখন ভগবান রাম অযোধ্যায় ফিরলেন, বিহারের মহিলাদের ১০,০০০ টাকা করে দিয়ে দ্বিতীয় দীপাবলি উদযাপন করিয়েছেন মোদীজি এবং নীতিশ কুমার, তৃতীয় দীপাবলি হল জিএসটি সংস্কার এবং বিহারে বিজেপি সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করলে চতুর্থ দীপাবলি উদযাপন করা হবে”।
আগামী ৬ এবং ১১ নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। যার ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। আসন ভাগাভাগির ঘোষণা করে ফেলেছে শাসক শিবির এনডিএ। ২৪৩ টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ ১০১ টি করে আসনে লড়তে চলেছে। সেইসঙ্গে জিতান রাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহার দল ৬ টি করে এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ২৯ টি আসনে লড়বে।