অমরনাথের পর এবার ‘আকাশ ভাঙা’ বৃষ্টিতে বিপর্যস্ত ডোডা

একদিকে যখন মেঘ ভাঙ্গা বৃষ্টিতে মুষড়ে পড়েছে অমরনাথ ঠিক তখনই এবার ‘আকাশ ভাঙা’ বৃষ্টিতে বিপর্যস্ত ডোডা। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় মেঘ ভাঙ্গা বৃষ্টি শুরু হয়েছে।

সূত্রের খবর, এদিন ভোর চারটে নাগাদ পূর্ব জম্মুর ডোডা জেলার থাথরি শহরে মেঘভাঙা বৃষ্টি হয়। স্বস্তির বিষয় হল এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। মেঘভাঙা বৃষ্টির জেরে ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছে কয়েকটি বাড়ি ও গাড়ি। এ বিষয়ে ডোডার এসএসপি আব্দুল কাইয়ুম বলেন, ‘বৃষ্টির জেরে কিছু যানবাহন জাতীয় সড়কের জ্যামে আটকা পড়ে, যার ফলে জ্যাম হয়ে গিয়েছে।’ শেষ পাওয়া খবর অনুযায়ী, যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

   

অমরনাথের পর এবার ‘আকাশ ভাঙা’ বৃষ্টিতে বিপর্যস্ত ডোডা

এদিকে শুক্রবার বিকেল থেকে অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙ্গা বৃষ্টি শুরু হয়েছে, যার জেরে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। ৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ টিম। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মেঘ ভাঙানোর খবর পাওয়ার সময় অমরনাথ গুহার কাছে ১০ থেকে ১৫ হাজার ভক্তের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন