বীভৎস, ৮ বছরের খুদেকে গণধর্ষণ করে খুন, কাঠগড়ায় স্কুলেরই তিন ‘দাদা’!

class six and seventh standard students of the school have been accused of rape and murder an eight-year-old girl, ৮ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ষষ্ঠ-সপ্তম শ্রেণির পড়ুয়াদের বিরুদ্ধে!

যুগ এগোচ্ছে, কিন্তু সমাজ চলেছে কোন পথে? অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী থেকে ৩০০ কিমি দূরে মুচুমারির বীভৎস ঘটনা সেই প্রশ্নই তুলে দিচ্ছে।

Advertisements

অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা জেলায় আট বছরের এক স্কুল পড়ুয়াকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। অভিযুক্তরাও নাবালক। নির্যাতিতা যে স্কুলে পড়ত, অভিযুক্ত তিনজনও ওই স্কুলেরই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র। দু’জনের বয়স ১২ বছর, অপর জনের বয়স ১৩ বছর বলে পুলিশ জানিয়েছে। এই তিন নবালককেই আটক করেছে পুলিশ।

জেরায় অভিযুক্ত তিনজনই আট বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। মেয়েটির মৃতদেহটি মুচুমারি বাধের কাছে সেচ খালে ফেলা হয়েছে বলেও জানায় ওই তিনজন। তবে মৃতদেহ এখনও উদ্ধার হয়নি।

কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা, ডিজেলের দামে হেরফের?

Advertisements

ঘটনা গত রবিবারের। মেয়ে স্থানীয় একটি পার্কে খেলছিল। এরপর থেকেই আর ওই খুদে বাড়ি পেরেনি বলে নিঁখোজ মেয়ের সন্ধানে পুলিশে অভিযোগ জানায় তার বাবা। তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাবাদ চলে স্থানীয়দের। এরপর পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলতেই অভিযুক্ত তিন নবালকের দিকে ইঙ্গিত করে কুকুর। ওই এলাকারই বাসিন্দা তিন জন।

কেন এই অপরাধ করল তিন পড়ুয়া? পুলিশের দাবি, অভিযুক্তরা জানিয়েছে মেয়েটিকে তারা পার্কে খেলতে দেখেছিল। তারাও খেলায় যোগ দেয়। তারপর তারা তাকে মুচুমারি বাঁধের কাছে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং ধর্ষণ করে। মেয়েটি যদি তার বাবা-মাকে সারীরিক অত্যাচারের কথা বলে দেয়, এই ভয়েই স্কুলের নীচু শ্রেণির পড়ুয়া মেয়েটিকে হত্যা করে পাশের খালে ফেলে দিয়।

মুচুমারি থানার সাব ইন্সপেক্টর জয়শেখর জানিয়েছেন, মেয়েটির লাশ না মেলায় পুলিশ বিষয়টিকে এখনও নিখোঁজ মামলা হিসাবেই গন্য করছে।