শিহরিত দেশবাসী, সহপাঠীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল ছাত্ররা

অন্ধ্রপ্রদেশে এক ছাত্রের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারই সহপাঠী বন্ধুরা। সাহায্যের জন্য চিৎকার করে ওই অসহায় কিশোর। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি আগুন নিভিয়ে…

fire

short-samachar

অন্ধ্রপ্রদেশে এক ছাত্রের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারই সহপাঠী বন্ধুরা। সাহায্যের জন্য চিৎকার করে ওই অসহায় কিশোর। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

   

শুক্রবার সকাল ৭টা নাগাদ অন্ধ্রপ্রদেশের বাপটলা জেলার বাসিন্দা দশম শ্রেণীর ছাত্র উৎপলা অমরনাথ(১৫) টিউশন পড়ার জন্য বাড়ি থেকে বেরোয়। ঠিক সেই সময় সুযোগ বুঝে রাস্তায় তার বন্ধু ভেঙ্কটেশ্বর রেড্ডি এবং অন্যরা তাকে আক্রমণ করে। ওই সহপাঠীরা কিশোরের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই কিশোর চিৎকার করে স্থানীয়দের কাছে সাহায্য চায়। এলাকাবাসীরা তড়িঘড়ি আগুন নিভিয়ে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। কিন্তু
রাস্তায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে পুলিশের কাছে গোটা ঘটনার বিবরণ দিয়ে, অমরনাথ তার আক্রমণকারী হিসাবে ভেঙ্কটেশ্বর রেড্ডি এবং আরও দু’জনের নাম উল্লেখ করেছেন।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “উপ্লাভারিপালেমের মাঠে একটি ১৫ বছর বয়সী ছেলেকে পোড়া অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়েছে। নির্যাতিতা তিন সন্দেহভাজনের নাম বলেছে। আমরা তাদের আটক করেছি এবং মামলার তদন্ত করছি। হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে”।