Chhattisgarh: ৩ টে IED বিস্ফোরণ ঘটালো নকশাল, চলছে তুমুল গুলির লড়াই

ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। নকশালরাও ওই এলাকায় ৩টি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে, যাতে একজন জওয়ান আহত হয়েছেন।…

Maoists

ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। নকশালরাও ওই এলাকায় ৩টি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে, যাতে একজন জওয়ান আহত হয়েছেন। বিজাপুরের জংলা থানার পোটেনার জঙ্গলে এই এনকাউন্টার চলছে। দু’পক্ষের মধ্যেই চলছে তুমুল গোলাগুলি।

উল্লেখ্য সকালে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় হাওড়া-মুম্বই ট্রেন লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এর জেরে এই লাইনে ট্রেন চলাচলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। মাওবাদীদের ডাকা ভারত বনধের কারণে ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ে চলছে বিশেষ অভিযান। দুটি রাজ্যই মাওবাদী উপদ্রুত এলাকা।

অপর দিকে, ছত্তিশগড়ে বড়সড় দুর্ঘটনার জেরে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন গুরুতর আহত হয়েছে। ছত্তিশগড়ের বালোড জেলায় সড়কে একটি উল্টে পড়ে থাকা লড়িতে সজোড়ে ধাক্কা মারে একটি যাত্রীবোঝাই বাস। পুরুর থানার অধীনে ৩০ নম্বর জাতীয় সড়কে মার্কাতোলা ঘাটের কাছে লড়ির পিছনদিকে ধাক্কা মারে এই প্রাইভেট বাসটি। জানা যাচ্ছে, বাসট ধামতারি থেকে কাঙ্কের যাচ্ছিল। সেই সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তায় পড়ে থাকা লড়িতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটেছে। ঘটনায় ৩ জন মারা গিয়েছেন এবং ১৬ জন আহত।

Advertisements

আহতদের মধ্যে ১২ জনকে কাঙ্কেরের চারামার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জনকে দামতারিতে স্থানান্তর করা হয়েছে। ভারতীয় পিনাল কোডের অধীনে মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসের চালকের খোঁজ চলছে। দুর্ঘটনার পরই দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাস চালক। ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।