আরজি কর-কাণ্ডে CBI-র রিপোর্ট দেখে উদ্বিগ্ন প্রধান বিচারপতি

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর মামলার শুনানি। গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক…

Supreme court

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর মামলার শুনানি। গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে আজ সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে নজর থাকবে সকলের। এদিকে আজ সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই (CBI)। আর সিবিআই যা জানাল তা শুনে চমকে গিয়েছেন সকলে।

এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, সিবিআই রিপোর্টে যা দিয়েছে, তা খুবই উদ্বেগের। রিপোর্ট পড়ে তারা বিচলিত বলেও জানান প্রধান বিচারপতি। বিচারপতি জানান, ‘কলকাতা পুলিশের সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করা উচিত। রিপোর্ট বলছে একটি ক্যাম্রেরার ফুটেজ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশকে কেন ফুটেজ দিতে ব্ললা হচ্ছে না?’আপনারা কি ব্লকার ডিভাইস ব্যবহার করেছেন? অকুস্থলের আশেপাশের ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছে?’

   

মঙ্গলবার বিচারপতি বলেন, ‘গত ১২ তারখ সিবিআইকে চিঠি দেয় নির্যাতিতার বাবা। তিদিন্ত নিয়ে নির্যাতিতার বাবার অনেক প্রশ্ন আছে। বাবার চিঠিতে গুরুত্বপূর্ণ কিছু ক্লু আছে। বাবার গোপন চিঠি প্রকাশ করবো না। ‘ আজ সিবিআইকে নতুন করে ২৫ নভেম্বরের পর সিবিআইকে পুনরায় স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সিবিআই নিজেদের স্টেটাস রিপোর্টে জানিয়েছে যে কলকাতা পুলিশ নাকি মাত্র ২৭ মিনিটের সিসিটিভি ফুটেজ দিয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, ২৭ মিনিটের সিসিটিভি দেওয়ার দাবি ঠিক নয়। ৭-৮ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে। এদিকে পালটা আদালতের প্রশ্ন, কখন ফুটেজ এবং ডিভিআর দেওয়া হয়েছে?

সুপ্রিম কোর্ট উইকিপিডিয়াকে পূর্ববর্তী নির্দেশ মেনে চলার এবং তার প্ল্যাটফর্ম থেকে নির্যাতিতার পরিচয় সরিয়ে ফেলার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট বলছে, ‘নির্যাতিতার মর্যাদা রক্ষার স্বার্থে নির্যাতিতার পরিচয় প্রকাশ করা যাবে না।’