নয়াদিল্লি: আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নয়া ঘোষণা! চিপস থেকে শুরু করে জাহাজ, সবকিছুই ভারতে তৈরি করতে হবে। শনিবার গুজরাটের ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এই নিদান দিলেন নরেন্দ্র মোদী।
“সমুদ্র সে সমৃদ্ধি” (সমুদ্র থেকে সমৃদ্ধি) অনুষ্ঠানের ভারতকে ফের “বিশ্বগুরু” বানানোর কথা উল্লেখ করে মোদী বলেন, “২০৪৭-এর মধ্যে ভারত যদি উন্নত দেশে পরিণত হয়, তাহলে তা হতে হবে আত্মনির্ভরতার উপর ভিত্তি করেই। এই মর্মে দেশের ১৪০ কোটি মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চিপস হোক বা জাহাজ, তা হতে হবে “মেড ইন ইন্ডিয়া” (Made In India)। সেইসঙ্গে “এক দেশ, এক নথি”র-ও ঘোষণা করেন মোদী। তিনি বলেন, “দেশের বন্দরগুলিকে আর হাজারও নথির ঝঞ্ঝাটে পড়তে হবে না। এক দেশ এক নথি এবং এক দেশ এক বন্দর এর ফলে বাণিজ্য আরও মসৃণ হবে”।
দেশের সবচেয়ে বড় “শত্রু”
এদিন ভাবনগরের জনসভায় দেশের সবচেয়ে বড় শত্রু অন্যদেশের উপর পরনির্ভরতা বলে উল্লেখ করেছিলেন নরেন্দ্র মোদী। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগে তিনি বলেন, স্বাধীনতার পর ৭ দশক পেরিয়ে গেলেও ভারতের আসল ক্ষমতা প্রকাশ পায়নি। তার কারণ হল কংগ্রেস।
স্বাধীনতার পর সরকার গঠন করে লাইসেন্স রাজ চালিয়েছিল তৎকালীন শাসকদল। এরপর বিশ্বায়নের সময় ভারতকে খোলা বাজারে পরিণত করে ভারতের উৎপাদন এবং শিল্পকে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল কংগ্রেস বলে অভিযোগ করেন মোদী। তাঁর দাবি, কংগ্রেসের ভুলের জন্য দেশের যুব সম্প্রদায়কে মাশুল দিতে হয়েছে।
কংগ্রেসের কটাক্ষ
অন্যদিকে, শুল্ক ত্রাস হোক বা H1-B ভিসা, আমেরিকার একের পর এক চোখ রাঙানি সত্ত্বেও প্রধানমন্ত্রীর ‘মৌনতা’ নিয়ে সরব হয় কংগ্রেস। H1-B ভিসার বার্ষিক মূল্য ১ লক্ষ হওয়ায় ভারতের প্রযুক্তি কর্মী সহ যুবসমাজের উপর খারাপ প্রভাব পড়বে বলে সরব হয় বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা ফের নরেন্দ্র মোদীকে “দুর্বল প্রধানমন্ত্রী” বলে কটাক্ষ করেন।