লাদাখ সীমান্তে চিনের উস্কানি, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে উড়ছে চিনা ফাইটার জেট

সমস্ত সতর্কতা সত্ত্বেও চিন ভারতকে উস্কানি দেওয়া থেকে সরছে না। কর্পস কমান্ডার স্তরের আলোচনার পরেও, চিনা যুদ্ধবিমান পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি উড়ছে। গত…

সমস্ত সতর্কতা সত্ত্বেও চিন ভারতকে উস্কানি দেওয়া থেকে সরছে না। কর্পস কমান্ডার স্তরের আলোচনার পরেও, চিনা যুদ্ধবিমান পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি উড়ছে। গত তিন-চার সপ্তাহে বেশ কয়েকবার এমন হয়েছে। চিনা বিমানের এই উড়ান তথ্য সংগ্রহের জন্য বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতীয় বায়ুসেনা।

সংবাদসংস্থা এএনআই সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে যে জে-১১ সহ চিনা যুদ্ধবিমান ক্রমাগত ভারতীয় সেনাবাহিনীর কাছাকাছি উড়ছে। এমনও দেখা গেছে যে চিনা বিমান ১০ কিলোমিটার নির্ধারিত সীমানা অতিক্রম করেছে, যাকে বলা হয় কনফিডেন্স বিল্ডিং মেজর। চিনের এই পদক্ষেপের প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীও কড়া পদক্ষেপ নিয়েছে। ভারত সীমান্তের কাছে মিগ-২৯ এবং মিরাজ ২০০০-এর মতো যুদ্ধবিমান মোতায়েন করেছে। যাতে চিনের পক্ষ থেকে যে কোনও আক্রমণাত্মক পদক্ষেপের কড়া জবাব দেওয়া যায়।

   

মনে করা হচ্ছে, চিনা বিমানের বারবার উড়ানের পিছনে বেজিংয়ের ভয় কাজ করছে। প্রকৃতপক্ষে, ভারতীয় বিমান বাহিনী লাদাখ সেক্টরে তাদের ঘাঁটি আপগ্রেড করেছে। এর মাধ্যমে এখান থেকে চিনের যাবতীয় গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। চিনকে কড়া জবাব দিয়েছে ভারতীয় বায়ুসেনা। একই সময়ে, সেনা চিনা ফাইটার প্লেনের উড়ানের ফ্লাইট প্যাটার্নও পর্যবেক্ষণ করেছে। চিনের বিমানগুলি কতক্ষণ ধরে কত উচ্চতায় উড়েছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Advertisements

সেনা সূত্রে খবর ২৪-২৫ জুন থেকে চিনা বিমান নজরে আসছে সীমান্তে। তারপরে পূর্ব লাদাখে ভারতীয় সীমান্তের খুব কাছে একটি চিনা বিমান উড়ান লক্ষ্য করা যায়। এরপর থেকে চুমার সেক্টরে বেশ কয়েকবার সীমারেখা লঙ্ঘন করা হয়েছিল চিনের তরফে এবং তারপর থেকে এটি ধারাবাহিকভাবে চলছে। একই সময়ে, ভারতীয় বায়ুসেনাও এই এলাকায় ফ্লাইট জোরদার করেছে।

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News