কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা বানচাল, কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকাই হল কাল। ভারতীয় সেনার তৎপরতায় নিকেশ হল ৩ জঙ্গি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, আজ রবিবার জম্মু ও…

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকাই হল কাল। ভারতীয় সেনার তৎপরতায় নিকেশ হল ৩ জঙ্গি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, আজ রবিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ বিরোধী অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস।

শুধু তাই নয়, নিরাপত্তা বাহিনী ওই এলাকা থেকে অস্ত্র ও যুদ্ধের মতো অন্যান্য সরঞ্জামও উদ্ধার করেছে। বর্তমানে অমরনাথ যাত্রা চলছে। এই যাত্রায় যাতে কোনোরকম আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দারা। এহেন অবস্থায় তিন জঙ্গিকে নিকেশের ঘটনা সেনার বড় সাফল্য হিসেবেই ধরা হচ্ছে। এলাকায় আরও কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা দেখতে তল্লাশি অভিযান চলছে।

   

চিনার কর্পসের তরফে এক হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখায় তিনজন জঙ্গিকে অনুপ্রবেশ করার সময়ে নিকেশ করা হয়েছে। এর পাশাপাশি অস্ত্র ও যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা জিনিস উদ্ধার করা হয়েছে’। উল্লেখ্য, এদিন সকালে কুপওয়ারার কেরান সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

এর আগে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় সেনা। একদল সন্দেহভাজন জঙ্গি রাতে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হয়ে পালাতে বাধ্য হয়। নিয়ন্ত্রণরেখা (এলওসি) দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টার সময়, সেনাবাহিনী গুলি চালায়, যার পরে সন্ত্রাসীদের ফিরে যেতে হয়েছিল। তথ্যের জন্য, আসুন আমরা জানি যে এটি জম্মু ও কাশ্মীরে এই মাসের পঞ্চম হামলা। বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলা শুরু হয়। কঠোর শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ভারতীয় সেনাবাহিনীর গাড়োয়াল রেজিমেন্টের জওয়ানরা সন্ত্রাসীদের লক্ষ্য করে ৫,১৮৯ রাউন্ড গুলি চালায়, যার ফলে তারা ঘটনাস্থল থেকে পালাতে বাধ্য হয়।

জম্মু ও কাশ্মীরে গত কয়েক সপ্তাহে অনুপ্রবেশের চেষ্টা এবং জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গত মাসে, জঙ্গিরা কাঠুয়া, ডোডা, রিয়াসি এবং উধমপুর জেলার চারটি স্থানে হামলা চালিয়েছিল, যার ফলে নয় তীর্থযাত্রী এবং ছয় সুরক্ষা কর্মী সহ ১৫ জন নিহত হয়েছিল এবং ৪৬ জন আহত হয়েছিল।