অরুণাচলে মোদীর বানানো সেলা টানেল খোলায় ক্ষোভ প্রকাশ চিনের

যত আপত্তি সেখানেই। কারণ অরুণাচল প্রদেশে গত শনিবার সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে ১৩ হাজার ফুট উপরে চিনের সীমান্তের কাছে সেলা টানেলের উদ্বোধন করেন মোদী…

Prime Minister Narendra Modi with Arunachal Pradesh Chief Minister Pema Khandu

যত আপত্তি সেখানেই। কারণ অরুণাচল প্রদেশে গত শনিবার সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে ১৩ হাজার ফুট উপরে চিনের সীমান্তের কাছে সেলা টানেলের উদ্বোধন করেন মোদী । এই টানেলের সঙ্গে তাওয়াংয়ের যোগাযোগ সব মরশুমে ভালো হবে। এছাড়াও সেনার ট্রুপোর যাতায়াত ও অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এই টানেল বেশ উপযোগী হতে চলেছে। এই বিপুল উচ্চতায় এমন বাইলেন রোড টানেল বিশ্বে সর্ববৃহৎ। অসম থেকে অরুণাচল পর্যন্ত এই রাস্তা দেশের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ।

Advertisements

এদিকে, মোদীর সফর নিয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলছেন, অরুনাচল এলাকা চিনের অংশ। তিনি বলছেন, চিন কখনই ভারতের অবৈধভাবে অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করেছে বারবার। তিনি বলছেন, চিনের জাংনান এলাকাকে যথেচ্ছভাবে গড়ে তোলার কোনো অধিকার ভারতের নেই। মোদীর অরুণাচল প্রদেশ সফর নিয়ে চিনের বিদেশমন্ত্রক বলছে, ভারতের প্রাসঙ্গিক পদক্ষেপ শুধুমাত্র সীমানার প্রশ্নকে জটিল করে তোলে। চিন প্রবল অসন্তুষ্ট এবং চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে ওই নেতার সফরের দৃঢ় বিরোধিতা করে চিন।

   

যদিও চিনের এই প্রতিবাদকে দিল্লি কোনো ভাবেই গুরুত্ব দেয় না। এদিকে, চিন এই প্রতিবাদ জানিয়ে, বারবার অরুণাচলকে নিজের ভূখণ্ড বলে দাবিকে আরও জোরালো করতে চাইছে। যতবার চিন প্রতিবাদ করে ততবারই উঠেআসে অরুণাচল নিয়ে তাদের দাবি। ভারতের প্রধানমন্ত্রীর অরুণাচল প্রদেশের সফরের বিরুদ্ধে বেজিংয় জানিয়েছে চরম প্রতিবাদ।