সীমান্তে এখনও অবধি বিরোধ অব্যাহত রয়েছে, এরই মাঝে ফের ভারতের ওপর ‘হামলা’ করল চিন। একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে, চিনের মদতপ্রাপ্ত হ্যাকাররা ভারতের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রকে দখলের চেষ্টা করেছে।
রিপোর্টে উল্লেখ আছে, ‘চিনের এই হ্যাকাররা গত আট মাস ধরে লাদাখের কাছে ভারতীয় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অঞ্চলে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থার পরেই চিন এই কাজ করতে শুরু করেছে বলে খবর। সাম্প্রতিক মাসগুলিতে, আমরা কমপক্ষে সাতটি ভারতীয় রাজ্য লোড ডিসপ্যাচ সেন্টারকে (এসএলডিসি) লক্ষ্য করে সম্ভাব্য নেটওয়ার্ক অনুপ্রবেশ লক্ষ্য করেছি যা এই সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে গ্রিড নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ প্রেরণের জন্য রিয়েল-টাইম অপারেশন পরিচালনা করার জন্য দায়ী।’
গত বছরের আগস্ট থেকে মার্চের মধ্যে এ হামলা চালানো হয় বলে সূত্র জানিয়েছে। জানা গিয়েছে, বিদ্যুৎকেন্দ্রগুলির পাশাপাশি জাতীয় এমার্জেন্সি রেসপন্স সিস্টেম ও বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল সংস্থার গোপন নথিও হাতানোর চেষ্টা করেছে।