নয়াদিল্লি: সুসংগঠিত আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের চাঁই ভাঙল পুলিশ৷ নবজাতক শিশুদের ক্রয়-বিক্রয় ও পাচারের কাজ চালাচ্ছিল এই চক্র৷ পুলিশি অভিযানে ১০ জন গ্রেফতার হয়েছে৷ উদ্ধার করা হয়েছে ছয়টি শিশুকে৷ প্রত্যেকেই এক বছরের কম বয়সী৷ তাদের নিরাপদ ভাবে রাখা হয়েছে।
দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্য জুড়ে চলত চক্র
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্র দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্য জুড়ে সক্রিয় ছিল। তারা মূলত দুস্থ ও ঝুঁকিপূর্ণ পরিবারকে লক্ষ্য করত। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের মতো সংবেদনশীল পরিবেশ থেকে নবজাতক শিশু চুরি বা ক্রয়ের মাধ্যমে চক্রটি তাদের নিয়ন্ত্রণে রাখত। বহু ক্ষেত্রে পরিবারগুলোকে আর্থিক দুরবস্থা বা চাপের মধ্যে ফেলে বাগে আনত এই চক্র।
উল্লেখযোগ্যভাবে, এক শিশুকে, মাত্র ছয় মাস বয়সী, নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং এর একটি সুসংগঠিত ও বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।
গভীর তদন্ত চালাচ্ছে
এখন পুলিশ আরও গভীর তদন্ত চালাচ্ছে যাতে চক্রের পুরো পরিধি এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করা যায়। সংশ্লিষ্টদের মাধ্যমে শিশু পাচারের পুরো চক্র ভাঙার চেষ্টা চলছে। তদন্তকারীরা আশঙ্কা করছেন, চক্রটি শুধু দিল্লি নয়, পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও সক্রিয় ছিল, তাই আন্তর্জাতিক বা বৃহত্তর অর্থনৈতিক লেনদেনের মতো দিকগুলোও খতিয়ে দেখা হবে।
শিশুদের উদ্ধার হওয়া পরিবারের সদস্যরা উদ্বেগ ও আতঙ্কের মাঝেও সন্তানের নিরাপদ ফিরে আসায় কিছুটা স্বস্তি পেয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযান শিশু পাচারের বিরুদ্ধে কড়া বার্তা হিসেবে কাজ করবে এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়াবে।