নয়াদিল্লি: সোমবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইকে (B R Gavai) লক্ষ্য করে ‘জুতো ছোঁড়া’-র ঘটনায় তোলপাড় হয়েছে সমগ্র দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শাসক-বিরোধী উভয় দলের নেতা মন্ত্রীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। শুধু তাই নয়, ওই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার জন্য গাভাইকে সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
দেশজুড়ে নিন্দার ঝড় উঠলেও গত তিনদিনে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। বৃহস্পতিবার অবশেষে ভরা এজলাসে আইনজীবী রাকেশ কিশোরের আচরণ নিয়ে মুখ খুললেন বি আর গাভাই (B R Gavai)। তিনি বলেন, “আমি হতভম্ব হয়ে গেছিলাম। আমি এবং আমার সহকারী দুজনেই সোমবারের ঘটনায় অবাক হয়ে গেছিলাম। কিন্তু ওই অধ্যায় আমাদের কাছে অতীত”।
‘ঈশ্বরের নির্দেশে’ প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার দাবী
সোমবার খাজুরাহ নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের (B R Gavai) ভরা এজলাসে তাঁকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন রাকেশ কিশোর নামক এক আইনজীবী। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে তাকে এজলাস থেকে থেকে বের করে আনেন, ফলে আক্রমণ এড়ানো যায়।
যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আইনজীবীকে “সনাতন কা আপমান নহি সহেঙ্গে (সনাতনের প্রতি কোনও অপমান সহ্য করব না)” বলে চিৎকার করতে শোনা যায় তাঁকে। দেশজুড়ে ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠলেও অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি ওই আইনজীবীর মধ্যে। উল্টে তিনি দাবী করেন, “ঈশ্বরের নির্দেশেই আমি এই কাজ করেছি”।