রাইপুর: ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর জোরদার অভিযানে ফের বড় সাফল্য। বিজাপুর জেলার জঙ্গলে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর সঙ্গে সংঘর্ষে নিহত দুই নকশাল। পুলিশ জানিয়েছে, নিহতদের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা।
নিহতরা সামরিক প্লাটুন নং ১-এর সক্রিয় সদস্য ছিল
শনিবার পুলিশের তরফে জানানো হয়, নিহত দুই নকশাল হিদমা পোডিয়াম (৩৪) ও মুননা মাড়কম (২৫) নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-এর সামরিক প্লাটুন নং ১-এর সক্রিয় সদস্য ছিল। বিজাপুরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জঙ্গলে সংঘর্ষে তারা নিহত হয়। জেলার পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব পিটিআই-কে জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি .৩০৩ রাইফেল, একটি ১২-বোর বন্দুক, আট রাউন্ড গুলি, ব্যাটারি, কর্ডেক্স তার, স্ক্যানার সেট, মাওবাদী সাহিত্য এবং একাধিক সামগ্রী।
এর আগেই বৃহস্পতিবার বড়সড় সাফল্য পেয়েছিল বাহিনী। রাজাদেরা-মাটাল পাহাড় অঞ্চলে সংঘর্ষে খতম হয় সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য মোডেম বলকৃষ্ণ ওরফে মনোজ। তাঁর মাথার উপর ১ কোটি ৮০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। সেই সংঘর্ষে আরও নয়জন নকশাল নিহত হয়।
চলতি বছর ছত্তীসগড়ে নিহত ২৪৩ জন নকশাল Chhattisgarh Naxalite Encounter
পিটিআই সূত্রে খবর, চলতি বছর এখন পর্যন্ত ছত্তীসগড়ে মোট ২৪৩ জন নকশাল বিভিন্ন এনকাউন্টারে মারা পড়েছে। এর মধ্যে ২১৪ জন নিহত হয়েছে বাস্তার ডিভিশনে, যা সাতটি জেলায় বিস্তৃত। রায়পুর ডিভিশনের গারিয়াবন্দে নিহত হয়েছে আরও ২৭ জন নকশাল। দুর্গ ডিভিশনের মোহলা-মানপুর-আম্বাগড় চৌকি জেলায় মারা গেছে আরও দুই জন।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই শুক্রবার নিরাপত্তা বাহিনীর সাফল্যের প্রশংসা করেন। তাঁর কথায়, “আমাদের সরকার গঠনের বিশ মাস পর থেকেই কেন্দ্রীয় বাহিনী ও ছত্তীসগড় পুলিশ সাহসিকতার সঙ্গে নকশালবাদের বিরুদ্ধে লড়ছে। চলমান অভিযান আমাদের একের পর এক সাফল্য এনে দিচ্ছে। গারিয়াবন্দের এনকাউন্টারে বাহিনীর অসাধারণ সাহসিকতা প্রমাণিত হয়েছে। আমি তাঁদের বীরত্বকে অভিনন্দন জানাই।”
ছত্তীসগড়ের জঙ্গলে চলমান এই অভিযান রাজ্যে নকশালবাদের অবসান ঘটাতে কতটা কার্যকরী হবে, এখন সেদিকেই নজর গোটা দেশের।
Bharat: Security forces in Bijapur, Chhattisgarh, neutralize two Naxalites with a combined bounty of ₹16 lakh in a major encounter. The operation follows another significant success this year, bringing the total number of Naxalites killed in Chhattisgarh to 243.