পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে আড়াই হাজার পাতার চার্জশিট দিল হিসার পুলিশ

নয়াদিল্লি: হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ গঠন করল পুলিশ। প্রায় আড়াই হাজার পৃষ্ঠার বিশদ চার্জশিট জমা দিল হিসার পুলিশের…

chargesheet against YouTuber Jyoti

নয়াদিল্লি: হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ গঠন করল পুলিশ। প্রায় আড়াই হাজার পৃষ্ঠার বিশদ চার্জশিট জমা দিল হিসার পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। তদন্তকারীদের দাবি, মালহোত্রার পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং গুপ্তচরবৃত্তির কাজে যুক্ত থাকার “দৃঢ় প্রমাণ” মিলেছে।

পাকিস্তানি গোয়েন্দা এজেন্টদের সঙ্গে যোগ জ্যোতির

গত ১৬ মে গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতি মালহোত্রা। প্রথমে সাধারণ কনটেন্ট নির্মাতা হিসেবে ইউটিউব চ্যানেল চালালেও তদন্তে জানা গিয়েছে, পাকিস্তান সফরের সময় তিনি পাকিস্তানি গোয়েন্দা এজেন্টদের সংস্পর্শে আসেন। তার পর থেকে নিয়মিতভাবে সংবেদনশীল তথ্য আদানপ্রদান করতেন বলে অভিযোগ।

   

চার্জশিটে বলা হয়েছে, মালহোত্রা দীর্ঘদিন ধরে পাকিস্তানি এজেন্টদের কাছে তথ্য সরবরাহ করছিলেন এবং একাধিক আইএসআই কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল। তদন্তে বিশেষভাবে উঠে এসেছে পাকিস্তানি হাইকমিশনের অফিসার এহসান-উর-রহিম ওরফে দানিশ আলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য। ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় তার মোবাইল ফোন থেকে ওই পাকিস্তানি কূটনীতিকের সঙ্গে একাধিক কথোপকথনের প্রমাণ পেয়েছে পুলিশ।

দানিশ আলির সঙ্গে যোগাযোগ chargesheet against YouTuber Jyoti

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের নভেম্বর থেকেই মালহোত্রা ওই দানিশ আলির সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে পুলিশের সূত্রের দাবি। গত ১৩ মে ভারত সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগে দানিশকে দেশ থেকে বহিষ্কার করে।

Advertisements

চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আরও তিন এজেন্ট—শাকির, হাসান আলি ও নাসির ঢিলোঁর সঙ্গেও যোগাযোগ ছিল তার। যদিও পুলিশের দাবি, মালহোত্রার কাছে কোনও প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ছিল না। তবুও তিনি সচেতনভাবে পাকিস্তানি গোয়েন্দা অপারেটিভদের সঙ্গে যুক্ত ছিলেন।

বর্তমানে জ্যোতি মালহোত্রা কারাগারে বন্দি। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)-র বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে।

 Bharat: Hisar Police have filed a detailed charge sheet against YouTuber Jyoti Malhotra, arrested for espionage. Investigators claim to have “strong evidence” of her direct contact with Pakistani intelligence agents and involvement in spying activities, including communication with a Pakistani diplomat.