HomeBharatParliament News: সংসদে রাহুল গান্ধীর ধাক্কায় মাথা ফাটল বড় বিজেপি নেতার!

Parliament News: সংসদে রাহুল গান্ধীর ধাক্কায় মাথা ফাটল বড় বিজেপি নেতার!

- Advertisement -

আম্বেদকর ইস্যু নিয়ে উত্তাল হয়ে উঠল সংসদ(Parliament News)। তর্ক-বিতর্কের বদলে দেখা দিল সরাসরি সংঘাত। কংগ্রেস ও বিজেপি সাংসদদের (Parliament News)  মধ্যে তুমুল ধাক্কাধাক্কির মাঝে গুরুতর আহত হলেন বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী। মাথা ফেটে রক্ত গলগল করে পড়তে দেখা যায়।

ঘটনার সূত্রপাত হয় কংগ্রেস সংসদীয় কমিটির বৈঠকের পর। বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সাংসদরা (Parliament News) মিছিল করেন। সংসদের প্রবেশদ্বারের সামনে প্রতিবাদ শুরু করেন তারা। অভিযোগ, সেই সময় রাহুল গান্ধী সংসদে প্রবেশের চেষ্টা করলে তাকে বাঁধা দেন বিজেপি সাংসদরা।

   

লোকসভার বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, বিজেপি সাংসদরা ইচ্ছাকৃতভাবে রাহুল গান্ধীকে সংসদে ঢুকতে বাধা দিচ্ছিলেন। এমনকি তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতি তীব্র আকার ধারণ করে যখন দুই দলের সাংসদরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। 

সংঘর্ষের সময় বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর মাথায় গুরুতর আঘাত লাগে। তার রক্তাক্ত মাথার ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে প্রতাপ ষড়ঙ্গীকে ধাক্কা মেরেছেন। যদিও এই অভিযোগ নিয়ে রাহুল গান্ধী কোনো মন্তব্য করেননি।

বিজেপি সাংসদদের দাবি, কংগ্রেস সাংসদদের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই উত্তেজনার সৃষ্টি করা হয়েছে। তাদের অভিযোগ, শুধু প্রতাপ ষড়ঙ্গীই নন, আরও অনেক বিজেপি সাংসদ এই ধাক্কাধাক্কিতে আক্রান্ত হয়েছেন। বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, বিজেপি সাংসদরা ইচ্ছাকৃতভাবে তাদের ধাক্কা মেরেছেন। সংসদে প্রবেশের অধিকার থাকা সত্ত্বেও তাদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

রাহুল গান্ধী এ বিষয়ে বলেন, “সংসদের মধ্যে প্রবেশের অধিকার ও অনুমতি আমাদের রয়েছে। কিন্তু বিজেপি সাংসদরা আমাদের ক্রমাগত বাধা দিচ্ছিলেন। আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। এমন পরিস্থিতি গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।”

আম্বেদকর ইস্যু নিয়ে যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা আগামী দিনে আরও তীব্র আকার নিতে পারে। কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষই নিজেদের অবস্থান নিয়ে অনড়। এই ঘটনা শুধু সংসদেই নয়, দেশের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular