Indian Railways: রেলের তৎকাল পরিষেবার নিয়মে বড় বদল, বিরাট সুবিধা যাত্রীদের

ভারতীয় রেল তৎকাল পরিষেবায় বদল আনল। ট্রেনের তৎকাল টিকিট কাটা থেকে বাতিল করলে রিফান্ড সংক্রান্ত ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। এর ফলে কমতে পারে টিকিট না…

Changes in Indian Railway Tatkal Ticket Service Rules,

ভারতীয় রেল তৎকাল পরিষেবায় বদল আনল। ট্রেনের তৎকাল টিকিট কাটা থেকে বাতিল করলে রিফান্ড সংক্রান্ত ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। এর ফলে কমতে পারে টিকিট না পেয়ে যাত্রীদের সফর করার ঝামেলাও।

রেলের কনফার্মড তৎকাল টিকিট বাতিল করলে এতকাল পর্যন্ত কোনও টাকা ফেরৎ মিলত না। ফলে যাত্রীরা আর্থিক ক্ষতির মুখে পড়তেন। এবার তার সুরাহা হতে চলেছে। এবার তৎকালের কনফার্মড টিকিট যদি বাতিল করলে যাত্রীরা টিকিটের ৫০ শতাংশ মূল্য ফেরৎ পাবেন।

   

[Indian Railways:রেল সফরে আতঙ্ক? জানুন ট্রেনের কোন কামরা ও আসনে ঝুঁকি কম]

পাশাপাশি, বর্তমানে রেলের তৎকাল টিকিট কাটার সুযোগ মেলে ট্রেন ছাড়ার পূর্ব নির্দারিত সময়ের ২৪ ঘন্টা আগে। এবার সেই নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। চালু করা হচ্ছে তৎকাল স্পেশাল টিকিট। এক্ষেত্রে ১০ থেকে ৬০ দিন আগে কাটা যাবে টিকিট।

এছাড়াও, কাগজের টিকিটের দিনও বোধহয় শেষ হতে চলেছে। এখন রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো কুলিন ট্রেনগুলিতে পেপার প্লেস টিকিট পাওয়া যাবে।

[Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন ভারতীয় রেলের কোচ আর বগির পার্থক্য?]

ভারতীয় রেলে এইসব সুবিধা চালু হবে আগামী ২ জুলাই থেকে।

রেলের পরিকল্পনা অনুসারে, যদি রাজধানী, দুরন্ত ও নির্দিষ্ট মেল, এক্সপ্রেসে টিকিটের চাহিদা দেখা যায় তাহলে একই লাইনে বিকল্প ট্রেন চালানো হতে পারে। তাই টিকিট না পেয়ে সফর করার ঝামেলা থাকবে না যাত্রীদের।

২রা জুলাই থেকে কার্যকর রেলের কোন কোন নতুন নিয়ম-

-আগামী ২রা জুলাই থেকে চালু করা হবে তৎকালে স্পেশাল। এর ফলে আগের মত একদিন আগে নয়, বরং ১০ দিন থেকে ৬০ দিন আগেই কাটা যাবে তৎকাল টিকিট।
– তৎকাল কনফার্ম টিকিট বাতিল করলে আগে যেখানে কোন ও টাকাই ফেরৎ পাওয়া যেত না সেখানে এখন থেকে ৫০ শতাংশ পর্যন্ত টাকা ফেরত পাওয়া যাবে।
– এতদিন রেলের টিকিটে মূলত ইংরেজি ও হিন্দিতে সমস্ত তথ্য লেখা থাকত। এর ফলে আঞ্চলিক ভাষার মানুষদের ক্ষেত্রে নিয়মাবলী বুঝতে অসুবিধা হত। তাই এবার বিভিন্ন ভাষায় লেখা টিকিট আনা হবে।
– রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো কুলিন ট্রেনগুলিতে পেপারলেস টিকিট চালু হবে। যারফলে অনলাইনে টিকিট বুক করলেই হবে আলাদা করে আর টিকিট প্রিন্ট আউট করে নিয়ে ঘুরতে হবে না। এমনকি মোবাইলে সিট নম্বর বললেই হবে।