Bhim Army: মোদী-যোগীর কট্টর সমালোচক চন্দ্রশেখর গুলিবিদ্ধ

উত্তরপ্রদেশের সাহারানপুরে গুলিবিদ্ধ হয়েছেন ভীম আর্মির (Bhim Army) প্রধান চন্দ্রশেখর আজাদ। দলিত রাজনীতির এই আলোচিত নেতা সংঘ পরিবার, বিজেপি ও প্রধানমন্ত্রী মোদী আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রবল সমালোচক। তাকে গুলি করা হয়েছে। ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ রক্তাক্ত। 

Advertisements

উত্তরপ্রদেশে একের পর এক শুট আউটের ঘটনা ঘটছে। পুলিশের হেফাজতে গ্যাংস্টার খুন, প্রকাশ্যে খুন চলছেই। এবার দলিত রাজনীতিক চন্দ্রশেখর আজাদকে গুলি করা হলো।

ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ বুধবার উত্তর প্রদেশের সাহারানপুরে তার কনভয়ের মধ্যে গুলিবিদ্ধ হন। তার পিঠে গুলি লেগেছে। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ভীম সেনার প্রধান সাহারানপুরে এক সমর্থকের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। আজাদ তার গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করার সময় এই হামলার ঘটনা ঘটে।

Advertisements

এসএসপি ডক্টর ভিপিন টাডা জানান ভীম আর্মির প্রধান “চন্দ্রশেখর আজাদের কনভয়ে উপর কয়েকজন গাড়িবহর সশস্ত্র লোক গুলি চালায়। একটি বুলেট তাকে অতিক্রম করে। সে ঠিক আছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

হামলাকারীরা হরিয়ানা লাইসেন্স প্লেট সহ একটি সাদা মারুতি সুইফট ডিজায়ারে এসেছিল। তারা চন্দ্রশেখর আজাদকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে।