চাঁদিপুরা ভাইরাসের প্রকোপে রাজ্যে মৃত ৩২

করোনা ভাইরাসের (Covid19) প্রকোপ কেটে গিয়েছে বিগত কয়েক বছর আগেই। কিন্তু সেই মারণ রোগের আতঙ্ক এখনও ভুলতে পারেননি মানুষ। বিশেষত করোনা আক্রান্ত হয়ে যারা প্রাণ…

Chndipura virus

করোনা ভাইরাসের (Covid19) প্রকোপ কেটে গিয়েছে বিগত কয়েক বছর আগেই। কিন্তু সেই মারণ রোগের আতঙ্ক এখনও ভুলতে পারেননি মানুষ। বিশেষত করোনা আক্রান্ত হয়ে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের মনে আজও লেগে রয়েছে আতঙ্কের দাগ।

Advertisements

গরম কমবে, বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

   

কিন্তু এরমধ্যে চাঁদিপুরা ভাইরাসের (Chandipura Virus)প্রকোপ ইতিমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে দেশে। সম্প্রতি চাঁদিপুরা ভাইরাসের প্রকোপে গুজরাতে প্রাণ হারিয়েছেন ৩২ জন। রবিবারেই পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪। পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে আহমেদাবাদ, আরাবল্লি, সুরেন্দ্রনগর, নর্মদা, রাজকোট, ভদোদরা, গান্ধীনগরে চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। মশাবাহিত এই রোগ সংক্রমণ রুখতে ইতিমধ্যেই বাড়ি বাড়ি ঘুরে সতর্ক করতে শুরু করেছে প্রশাসন।

জ্বালানি তেলের দামে স্বস্তি! মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল

প্রসঙ্গত, ১৯৬৫ সালে প্রথমবার মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে এই ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যায়। তারপরেই গ্রামের নামে ভাইরাসের নামকরণ হয়। এই ভাইরাসের আক্রান্তদের জ্বর, এনসেফালাইটিস, খিঁচুনি, ডায়রিয়া, মাথাব্যথা, বমির মতো উপসর্গ দেখা যায়। গুজরাটে আক্রান্ত শিশুদের মধ্যে ডায়রিয়া এবং এনসেফালাইটিসের উপসর্গ দেখা গেছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।