HomeBharatমোদী-শাহের ওপর বিশ্বাস রেখে ৩০ আগস্ট BJP-তে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

মোদী-শাহের ওপর বিশ্বাস রেখে ৩০ আগস্ট BJP-তে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

- Advertisement -

জল্পনাতেই শিলমোহর। বিজেপিতে যোগ দিচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (Champai Soren)। আজ মঙ্গলবার নিজেই সেই কথা জানিয়েছেন তিনি।

আজ দিল্লিতে দাড়িয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) নেতা চম্পাই সোরেন বলেন, “১৮ অগস্ট আমি যখন এখানে এসেছিলাম, তখনই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম রাজনীতি থেকে অবসর নেব, কিন্তু পরে জনসমর্থনের কারণে আমি তা না করার সিদ্ধান্ত নিই। আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

   

আগামী ৩০ অগাস্ট বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, এই প্রশ্নের উত্তরে চম্পাই সোরেন বলেন, ‘হ্যাঁ, আমি ৩০ আগস্ট বিজেপিতে যোগ দিচ্ছি।’ সোমবার রাতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন চম্পাই সোরেন। চম্পাইয়ের সঙ্গে ছিলেন তাঁর ছেলে বাবুলাল সোরেন। মঙ্গলবার দিল্লি থেকে ঝাড়খণ্ডে ফিরবেন চম্পাই সোরেন।

চম্পাই সোরেন জানিয়েছেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি বিশ্বাস বেড়েছে। যে কারণে এবার আমরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার ছেলেও আমার সঙ্গে বিজেপিতে যোগ দেবে।’ আগামী ৩০ অগাস্ট রাঁচিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন চম্পাই সোরেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন চম্পাই সোরেন। সোমবার নয়াদিল্লি পৌঁছেছেন চম্পাই সোরেন। শেষবার দিল্লি সফরে গিয়ে তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। এটি একটি নতুন বিকল্প অন্বেষণ করার কথাও বলা হয়েছিল। পরে তিনিও নতুন দল গঠন করতে পারেন বলে গুঞ্জন ছিল। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular