‘নিজেকে চ্যালেঞ্জ করো, কিন্তু টেনশন করোনা,’ মোদীর পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

পড়ুয়াদের প্রতি চাপ না নিয়ে পড়াশোনায় ফোকাস বাড়ানোর টিপস দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৫ সালের ‘পরীক্ষা পে চর্চা’ আসরে দেশের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা…

narendra modi tips by students

পড়ুয়াদের প্রতি চাপ না নিয়ে পড়াশোনায় ফোকাস বাড়ানোর টিপস দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৫ সালের ‘পরীক্ষা পে চর্চা’ আসরে দেশের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মোদী। দিল্লির সুন্দর নার্সারি স্কুলে ছাত্র-ছাত্রীদের সঙ্গে বসে জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন প্রধানমন্ত্রীর পরামর্শ ছিল, কীভাবে সময়ের সদ ব্যবহার করা যায়, সময়ের মূল্য কীভাবে দিতে হয়, ছাত্র-ছাত্রীরা যেন পরীক্ষার সময় অতিরিক্ত চাপ না নেয়, এই সমস্ত বিষয় উঠে আসে নরেন্দ্র মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ ২০২৫-এর অনুষ্ঠানে।

তিনি বলেন, “দুর্ভাগ্যবশত, আমাদের জীবনে এবং সমাজের ভাবনায় এমন একটি ধারণা গেঁথে গিয়েছে যে, স্কুলে ১০ ও ১২ শ্রেণিতে পর্যাপ্ত নম্বর না পেলে জীবন শেষ হয়ে যাবে। এই ধারণা আমাদের বাড়িতে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে। এ কারণে পড়ুয়াদের ওপর অনেক চাপ পড়ে, আর বিভিন্ন মানুষ তাদের বলবে এটা করো, সেটা করো। কিন্তু এসব কিছু না ভেবে, তোমাকে নিজেকে নিজে প্রস্তুত হতে হবে। তুমি নিজের মাথায় এই টেনশন নেবে না।”

   

প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের আরও বলেন, ” অনেকেই তোমাকে বলবে এটা করো সেটা করো..তবে এসব না ভেবে নিজেকে নিজে প্রস্তুত করতে হবে তোমাকে, নিজেকে চ্যালেঞ্জ করে যেতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। প্রতিদিন নিজে ভেবে নিতে হবে আজ কতটা পড়ব, এবং এইভাবেই নিজেকে টেনশন থেকে বের করে নিয়ে যেতে পারবে।”

এদিন ছাত্র ছাত্রীদের উদ্দেশে বলেন , “আপনার সমস্যা ও অসুবিধাগুলো কাউকে, হতে পারে পরিবার বা বন্ধুদের কাছে বলার চেষ্টা করো। এটি চাপ থেকে মুক্তি পাওয়ার একটি ভালো উপায়। মানুষের স্বভাবই হলো শোনা এবং কাউকে যত্ন নেওয়া। তাই, নিজের চিন্তা-ভাবনা প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং ভয় থেকে বেরিয়ে এসো।”

সময়ের সদ্ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তোমার প্রিয় বিষয়গুলিতে সময় বেশি দাও, কিন্তু যেগুলো পছন্দের নয়, সেখানে কম সময় দাও , এমনটা করলে হবে না। বরং কঠিন বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে নাও এবং তার ওপর বেশি সময় দাও।”