নয়াদিল্লি: প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকারি বাসভবন সংক্রান্ত দীর্ঘদিনের জট এবার প্রায় শেষের পথে। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১০ দিনের মধ্যেই আম আদমি পার্টি (AAP)-র জাতীয় কনভেনর অরবিন্দ কেজরিওয়ালকে উপযুক্ত সরকারি বাসভবন বরাদ্দ করা হবে।
দিল্লি হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, “তাঁকে (কেজরিওয়াল) আগামী ১০ দিনের মধ্যে একটি উপযুক্ত সরকারি বাড়ি দেওয়া হবে। আমার এই বক্তব্য আদালত রেকর্ড করতে পারেন।” বিচারপতি সচিন দত্ত সেই আশ্বাস আদালতের নথিতে লিপিবদ্ধ করেন এবং মন্তব্য করেন যে, “এই বিষয়টি আর ঝুলিয়ে রাখা উচিত নয়। এটি এমন একটি প্রশাসনিক বিষয়, যা শুধুমাত্র রাজনীতিবিদদের ক্ষেত্রেই নয়, অরাজনৈতিক ক্ষেত্রেও সুসংগঠিত হওয়া প্রয়োজন।”
শুনানির সময় আম আদমি পার্টির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রাহুল মেহরা যুক্তি দেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালের টাইপ ৭ বা টাইপ ৮ শ্রেণির বাংলো পাওয়ার অধিকার রয়েছে। তাঁকে টাইপ ৫ বাংলো দেওয়া বৈষম্যমূলক এবং প্রটোকল অনুযায়ী নয়। মেহরা বলেন, “আমি কোনও বিশেষ সুবিধা চাই না, কিন্তু আমাকে অবমূল্যায়নও করা যাবে না।”
বিচারপতি দত্ত পরামর্শ দেন, সমস্যার সমাধান আদালতের মাধ্যমে নয়, সরাসরি আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। তিনি বলেন, “যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে সেই বরাদ্দ গ্রহণ করবেন না। সমাধানের পথ হল কথোপকথন।” আদালত কেজরিওয়ালকে সরাসরি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করারও অনুমতি দেয়।
প্রতিবাদ জানিয়ে সলিসিটার জেনারেল বলেন, “এখানে আদালত চলছে, নির্বাচনী স্লোগান নয়।” উত্তপ্ত বিতর্কের পরে বিচারপতি জানান, আদালত রেকর্ডে রাখছে যে ১০ দিনের মধ্যেই উপযুক্ত বাসস্থান বরাদ্দ করা হবে এবং একটি আনুষ্ঠানিক আদেশও জারি করা হবে।
২০২৪ সালের অক্টোবরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর অরবিন্দ কেজরিওয়াল ৬, ফ্ল্যাগস্টাফ রোডের সরকারি বাসভবন ছেড়ে দেন। এরপর থেকে তিনি মাণ্ডি হাউসের কাছে দলের এক সদস্যের সরকারি বাড়িতে অবস্থান করছেন।
আম আদমি পার্টির দাবি, ৩৫ লোধি এস্টেটের বাংলোটি কেজরিওয়ালকে দেওয়া হোক। ওই বাংলোটি আগে বিএসপি প্রধান মায়াবতীর নামে বরাদ্দ ছিল। কিন্তু কেন্দ্র জানিয়েছে, বাংলোটি ইতিমধ্যেই এক প্রতিমন্ত্রীর কাছে বরাদ্দ করা হয়েছে। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও রাজনৈতিক দল বা নেতা নির্দিষ্ট কোনও বাংলো দাবি করতে পারেন না; বরাদ্দ নির্ভর করবে প্রাপ্যতা, নীতি এবং অপেক্ষমাণ তালিকার উপর।
এর আগে আদালত কেন্দ্রের আচরণে অসন্তোষ প্রকাশ করে বলেছিল, “ওয়েটিং লিস্টের অজুহাতে অনির্দিষ্টকালের জন্য বিলম্ব করা যাবে না। আদালতে সময় চাওয়া হচ্ছে অথচ বাইরে বরাদ্দ হচ্ছে — এটি গ্রহণযোগ্য নয়।”
এবার আদালতের নির্দেশে কেন্দ্র স্পষ্টভাবে জানিয়ে দিল যে ১০ দিনের মধ্যেই কেজরিওয়ালকে সরকারি বাসস্থান দেওয়া হবে। এখন নজর রয়েছে, কোন বাংলো তাঁকে বরাদ্দ করা হয় এবং কবে তিনি নতুন ঠিকানায় উঠবেন।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
