কৃষকদের দেড়গুণ বেশি আয়ের সুযোগ, ১৪ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের

বড় সিদ্ধান্ত কেন্দ্রের। খরিফ ফসলের মরশুম শুরুর আগেই ঘোষণা করা হল ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price)। কৃষকদের বিশেষ আর্থিক সহায়তার জন্যই কেন্দ্রের…

centre approves msp for 14 crops

বড় সিদ্ধান্ত কেন্দ্রের। খরিফ ফসলের মরশুম শুরুর আগেই ঘোষণা করা হল ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price)। কৃষকদের বিশেষ আর্থিক সহায়তার জন্যই কেন্দ্রের এই সিদ্ধান্ত। বর্ধিত এমএসপি(MSP)-তে কৃষকরা ফসলের দাম তো পাবেনই, পাশাপাশি থাকবে অতিরিক্ত ৫০ শতাংশ লাভও।

বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ক্যাবিনেট ব্রিফিংয়ে জানিয়েছেন য়ে, ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ১১৭ টাকা করা হয়েছে। এবার প্রতি কুইন্টালে ২,৩০০ টাকা উপার্জন করবেন কৃষকরা। উৎপাদনের খরচের তুলনায় কেন্দ্রের ঘোষিত এমএসপি দেড়গুণ বেশি বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

   

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ধান, জোয়ার, বাজরা, মিলেট, ভুট্টার নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, অরহর, তুর ডালেরও ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে। সূর্যমুখী ও কাঠবাদামের এমএসপিও বেড়েছে।

নিট কেলেঙ্কারিতে এবার বিহারের মাফিয়া যোগ! ১৩ গ্রেফতারিতে বাতিল গোটা পরীক্ষাই?

অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়েছেন। তৃতীয়বার ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী প্রথম সিদ্ধান্ত কৃষকদের জন্যই নিয়েছেন। আজকের ক্যাবিনেট বৈঠকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষকদের কল্যাণে। খরিফ মরশুম শুরু হচ্ছে, কেন্দ্রের তরফে ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে অনুমোদন দেওয়া হল।’

দীর্ঘদিন ধরেই ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে বিতর্ক। কৃষক আন্দোলনের সময়ও এমএসপি-র আইনি গ্যারান্টি অন্যতম দাবি ছিল আন্দোলনকারী কৃষকদের। চলতি বছরের শেষভাগেই হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। এই রাজ্যগুলির একটা বড় অংশই কৃষি নির্ভর। এই পরিস্থিতিতে এমএসপি বৃদ্ধি বেশ তাৎপর্যবাহী।