CBSE 10th Result: সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশিত, জানুন পাসের হার

দশম শ্রেণির পরীক্ষার (CBSE 10th Result) ফল প্রকাশ করল সিবিএসই। পাসের হার ৯৩.৬০ শতাংশ। আজ, সোমবার দুপুরে ফলাফল ঘোষণা করা হয়েছে। নিম্নলিখিত ওয়েবসাইটগুলি থেকে ফল…

students

দশম শ্রেণির পরীক্ষার (CBSE 10th Result) ফল প্রকাশ করল সিবিএসই। পাসের হার ৯৩.৬০ শতাংশ। আজ, সোমবার দুপুরে ফলাফল ঘোষণা করা হয়েছে। নিম্নলিখিত ওয়েবসাইটগুলি থেকে ফল জানা যাচ্ছে – cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.nic.in, digilocker.gov.in, results.gov.in।

চলতি বছর ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল। ১৩ মার্চ পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষের দু’মাসের মাথায় ফলাফল প্রকাশ করল সিবিএসই। 

   

এ বছর সিবিএসই পরীক্ষায় পাসের হার ৯৩.৬০ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৯৩.১২ শতাংশ। এ বছর পরীক্ষায় বসেছিল ২২ লক্ষ ৩৮ হাজার ৮২৭ জন শিক্ষার্থী। পাস করেছে ২০ লক্ষ ৮৫ হাজার ৪৬৭ জন। ২০২৩ সালে ২১ লক্ষ ৬৫ হাজার ৮০৫ জন পড়ুয়া পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে পাস করে ২০ লক্ষ ১৬ হাজার ৭৭৯ জন। 

Loksabha Election 2024: লোকসভা ভোটে প্রার্থী হলেন মমতা

এ বছর ছাত্রীদের পাসের হার শতাংশ ৯৪.৭৫, ছাত্রদের পাসের হার ৯২.৭১ শতাংশ। সিবিএসই দশমের পরীক্ষায় ৩৩ শতাংশ নম্বর পেলেই পাস করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল জানার লাগবে – পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্মের প্রমাণপত্র এবং মোবাইল ফোন।

সিবিএসই দশম শ্রেণির ফল জানবেন কীভাবে

প্রথমেই সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

তারপর CBSE Results 2024 লিঙ্কে ক্লিক করতে হবে

লগ ইন করতে হবে নিজের তথ্য দিয়ে

‘শাহজাদার বয়সের থেকেও কম আসন পাবে কংগ্রেস’, ভবিষ্যৎবাণী মোদীর

রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর বসাতে হবে

এরপর আপনাকে সিবিএসই ক্লাস ১০ লিঙ্কে ক্লিক করতে হবে

তারপরেই স্ক্রিনে দেখা যাবে আপনার রেজাল্ট

এদিন সকালে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করে সিবিএসই। পাসের হারে বাজিমাত করেছে ছাত্রীরা। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার প্রায় সাড়ে ৬ শতাংশ বেশি। ৯১ শতাংশের বেশি ছাত্রী সিবিএসই দ্বাদশে উত্তীর্ণ হয়েছে। গতবারের তুলনায় সামান্য বেড়েছে পাসের হার। ১ লক্ষ ১৬ হাজার পরীক্ষার্থী পেয়েছেন ৯০ শতাংশের বেশি নম্বর। ২৪ হাজারের বেশি পরীক্ষার্থী পেয়েছে ৯৫ শতাংশের বেশি নম্বর। 

MLA Slaps Voter: আজব কাণ্ড, ভোটারকে সপাটে থাপ্পড় শাসক দলের বিধায়কের! পাল্টা পড়ল বিধায়কের গালেও