Sunday, December 7, 2025
HomeBharatSame-Sex Couples: সমলিঙ্গের দম্পতিদের কিছু সুযোগ সুবিধা দিতে রাজি কেন্দ্র

Same-Sex Couples: সমলিঙ্গের দম্পতিদের কিছু সুযোগ সুবিধা দিতে রাজি কেন্দ্র

- Advertisement -

সমলিঙ্গের দম্পতিদের (Same-Sex Couples) মৌলিক সরকারি সুযোগ সুবিধার ও পরিষেবা বিষয়টি সরকার বিবেচনা করবে। কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলি খতিয়ে দেখতে ক্যাবিনেট সেক্রেটারিকে মাথায় রেখে একটি কমিটি গড়তে প্রস্তুত। সমলিঙ্গের দম্পতিদের বিয়ের স্বীকৃতি দাবি করে দায়ের হওয়া মামলায় বুধবার কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই কথা জানান।

মামলাটি সুপ্রিম কোর্টের নয়, সেটি সংসদের বিবেচনার বিষয়, এমন কথাও শুনানিতে বারে বারে জানিয়েছেন সলিসিটির জেনারেল। বুধবার এই মামলার সপ্তম দিনের শুনানি চলাকালে সলিসিটর জেনারেল সরকারের নতুন কথা জানান।

   

প্রসঙ্গত, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সলিসিটর জেনারেলকে বলেছিলেন সমলিঙ্গের দম্পতিরা একাধিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত। সরকার তাদের মৌলিক সুবিধাগুলি দিতে রাজি কিনা জেনে এসে বুধবার শীর্ষ আদালতকে জানাতে। তুষার মেহেতা কেন্দ্রীয় সরকারের অভিমত জানান।

উল্লেখ্য, বিয়ের আইনি স্বীকৃতি আর পরিষেবা এক নয়। প্রথমটি অধিকার। দ্বিতীয়টি সরকারি দাক্ষিণ্য। এই মামলায় সমলিঙ্গের দম্পতিদের বিয়ের স্বীকৃতি দাবি করে বলা হয়েছিল তারা বর্তমানে যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন না। বিমাতে একজন আর একজনের নমিনি হতে পারছেন না। তাদের সন্তান দত্তক নেওয়ার অধিকার নেই।

আগের দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে সিঙ্গল প্যারেন্টস যদি সন্তান দত্তক নিতে পারে, তাহলে সমলিঙ্গের দম্পতিরা সেই অধিকার পাবেন না কেন।

দিল্লির শিশু অধিকার সুরক্ষা কমিশন এই মামলায় একটি পিটিশন দাখিল করে জানিয়েছে, সমলিঙ্গের দম্পতিদের শিশু দত্তক দেওয়া যেতে পারে। এতে শিশুর অধিকার, শারীরিক ও মানসিক গঠনের কোনও বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। সমলিঙ্গের বিয়ে স্বীকৃতি দেশগুলিতে এই দম্পতিরা শিশু দত্তক নিতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular