শৌচালয়ের সমস্যা, উন্নাও নির্যাতিতার নিরাপত্তায় সিআরপি প্রত্যাহারে ‘সুপ্রিম’ দ্বারস্থ কেন্দ্র

উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao) নির্যাতিতার বাড়িতে দীর্ঘদিন ধরেই রয়েছে পুলিশি প্রহরা। মোতায়েন ছিল সিআরপিএফেও। কিন্তু শৌচালয়ের সমস্যার জেরে বিপাকে পড়তে হয়েছে নিরাপত্তা কর্মীদের। আর সেই কারণেই…

Supreme court orders Judges to not to say any miogyinstic comments

উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao) নির্যাতিতার বাড়িতে দীর্ঘদিন ধরেই রয়েছে পুলিশি প্রহরা। মোতায়েন ছিল সিআরপিএফেও। কিন্তু শৌচালয়ের সমস্যার জেরে বিপাকে পড়তে হয়েছে নিরাপত্তা কর্মীদের। আর সেই কারণেই সিআরপি কর্মীদের সমস্যার কথা মাথায় রেখেই নির্যাতিতার বাড়ি থেকে নিরাপত্তা সরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। 

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে অর্থ শক্তি ব্যবহারের প্রতি ‘জিরো টলারেন্স’ ঘোষণা ইসির

   

বুধে ওমর আবদুল্লাহ ভাগ্য নির্ধারণ, নির্বিঘ্নেই চলছে উপত্যকার দ্বিতীয় দফার ভোট

কেন্দ্রের যুক্তি, থাকার সমস্যা হচ্ছে সিআরপিএফ জওয়ানদের। এছাড়া নির্যাতিতার বাড়িতে শৌচাগারের সমস্যাও গুরুতর, এই কারণেই উন্নাও নির্যাতিতার পরিবারের নিরাপত্তা প্রত্যাহারের দাবি জানাল কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে, এখন আর জীবনের ঝুঁকি নেই উন্নাওয়ের নির্যাতিতার পরিবারের। ফলে ওই পরিবারের ১৪ জন সদস্যের জন্য যে কেন্দ্রীয় নিরাপত্তা বহাল করা হয়েছিল তা এবার প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। এদিকে কেন্দ্রের আবেদনের পাল্টা নির্যাতিতার পরিবারের মতামত তলব করেছে শীর্ষ আদালত।

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৭, জখম ১

দীর্ঘ পাঁচ বছর ধরে নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ধর্ষণকাণ্ডে মূল অপরাধী জেলে। এখন নির্যাতিতার পরিবারের ওপর হামলা চালানোর সম্ভাবনা নেই বলেই দাবি কেন্দ্রের। এর আগে মে মাসে এমন দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। কিন্তু সেই আবেদনে ত্রুটি থাকায় আবেদনটি খারিজ করে শীর্ষ আদালত। এবার পুনরায় দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।