
নে: গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের প্রত্যাঘাতের মুখে পাকিস্তানের সামরিক ও কৌশলগত যে কঙ্কালসার দশা প্রকট হয়েছিল, তা ঢাকতেই সে দেশের সরকার তড়িঘড়ি সংবিধান সংশোধন করেছে। শুক্রবার পুনে পাবলিক পলিসি ফেস্টিভ্যালে বক্তব্য রাখতে গিয়ে এই চাঞ্চল্যকর দাবি করেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। তাঁর মতে, পাকিস্তানের এই সংস্কার আসলে তাদের সামরিক ব্যর্থতারই পরোক্ষ স্বীকৃতি।
ব্যর্থতা ঢাকতে ক্ষমতার কেন্দ্রীকরণ
জেনারেল চৌহান জানান, পাকিস্তান তাদের সংবিধানের ২৪৩ নম্বর অনুচ্ছেদে সংশোধনী এনে উচ্চতর প্রতিরক্ষা সংগঠনে আমূল পরিবর্তন এনেছে। আগে তিন বাহিনীর মধ্যে সমন্বয় রক্ষার জন্য ‘চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি’ (CJCSC) পদটি ছিল, যা এখন বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ (CDF) নামে একটি নতুন পদ তৈরি করা হয়েছে।
তবে এই নতুন কাঠামোর সমালোচনা করে সিডিএস বলেন, “এই পদটি (CDF) কেবলমাত্র সেনাপ্রধানের মাধ্যমেই তৈরি হতে পারে, যা আধুনিক সামরিক বিজ্ঞানের ‘জয়েন্টনেস’ বা যৌথতার মূল নীতির পরিপন্থী। পাকিস্তান কার্যত ক্ষমতার কেন্দ্রীকরণ করেছে।” তিনি আরও জানান, এখন থেকে পাকিস্তানের সেনাপ্রধানই স্থল অভিযান, নৌ ও বায়ুসেনার সঙ্গে যৌথ অপারেশন এবং কৌশলগত পরমাণু বিষয়ের সর্বেসর্বা হয়ে উঠলেন।
অপারেশন সিঁদুর: শেষ নয়, কেবল বিরতি CDS Anil Chauhan Operation Sindoor
পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারত যে কঠোর সামরিক পদক্ষেপ নিয়েছিল, সেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় আপডেট দিয়েছেন জেনারেল চৌহান। তিনি বলেন, “অপারেশন সিঁদর এখনই শেষ হয়ে যায়নি, এটি বর্তমানে কেবল বিরতি (Pause) মোডে রয়েছে।” তাঁর মতে, এই অপারেশন থেকে প্রাপ্ত শিক্ষাগুলো পাকিস্তানের নীতিনির্ধারকদের বাধ্য করেছে তড়িঘড়ি নতুন ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি কমান্ড’ এবং ‘আর্মি রকেট ফোর্সেস কমান্ড’ তৈরি করতে।
ভারতের থিয়েটার কমান্ডের প্রস্তুতি
পাকিস্তানের এই অস্থির পরিবর্তনের বিপরীতে ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছে বলে জানান সিডিএস। তিনি বলেন, ভারত বর্তমানে সব ধরনের সামরিক পরিস্থিতির জন্য একটি অভিন্ন কমান্ড স্ট্রাকচার তৈরির কাজ করছে। উরি, বালাকোট, ডোকলাম এবং গালওয়ান থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে কাজে লাগানো হচ্ছে। বহুল প্রতীক্ষিত ‘জয়েন্ট থিয়েটার কমান্ড’ তৈরির কাজ শেষ করার জন্য কেন্দ্র সরকার ৩০ মে, ২০২৬ পর্যন্ত সময় দিলেও, সশস্ত্র বাহিনী নির্ধারিত সময়ের অনেক আগেই এই কাঠামো চূড়ান্ত করে ফেলবে।
বিশ্লেষণ: জমি-কেন্দ্রিক মানসিকতা
জেনারেল চৌহানের মতে, পাকিস্তানের এই নতুন সামরিক কাঠামো আসলে তাদের ‘ল্যান্ড-সেন্ট্রিক’ বা জমি-কেন্দ্রিক মানসিকতারই বহিঃপ্রকাশ। যেখানে একজন সেনাপ্রধানের হাতেই সমস্ত নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে, সেখানে ভারতের লক্ষ্য হলো একটি নমনীয় ও আধুনিক কমান্ড ব্যবস্থা গড়ে তোলা, যা পরমাণু এবং প্রথাগত, উভয় ধরনের যুদ্ধেই দ্রুত ও সঠিক প্রতিক্রিয়া দিতে সক্ষম হবে।
Bharat: CDS General Anil Chauhan states Pakistan’s hurried 27th Amendment to Article 243 reflects failures in Operation Sindoor. Learn about Pakistan’s new Chief of Defence Forces (CDF) post and India’s Joint Theatre Command progress by May 2026.










