ঝাড়খণ্ডে ভোটের আগে হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রের ১৬টি জায়গায় সিবিআই হানা

ঝাড়খণ্ড (Jharkhand) বিধানসভা নির্বাচনে (Elections) ভোটের আর মাত্র ৮ দিন বাকি। এর আগে আজ মঙ্গলবার রাজ্যে বেআইনি খনির মামলায় অভিযান (raids) চালায় সিবিআই (CBI)। রাজ্যের…

Jharkhand Elections CBI raids

ঝাড়খণ্ড (Jharkhand) বিধানসভা নির্বাচনে (Elections) ভোটের আর মাত্র ৮ দিন বাকি। এর আগে আজ মঙ্গলবার রাজ্যে বেআইনি খনির মামলায় অভিযান (raids) চালায় সিবিআই (CBI)। রাজ্যের ১৬টি জায়গায় এই ব্যবস্থা নিয়েছে তদন্তকারী সংস্থা। এই অভিযানটি ১২০০ কোটি টাকার একটি অবৈধ খনির কেলেঙ্কারিতে হয়েছিল। এই বিষয়ে আদালতের নির্দেশের পরে ২০২৩ সালের নভেম্বরে সিবিআই মামলাটি নথিভুক্ত করেছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেমের ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রের (Pankaj Mishra) আস্তানায় আজকে অভিযান চালানো হয়। এটি তাদের সমস্যা বাড়াতে পারে কারণ সিবিআই অভিযানে বিভিন্ন জায়গা থেকে ৫০ লক্ষ টাকা এবং ১ কেজি সোনা উদ্ধার করেছে। রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন পরিচালিত এই অভিযান রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

   

১৬টি জায়গায় অভিযানঃ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঝাড়খণ্ডের ১৬ টি জায়গায় অভিযান চালিয়েছে, যার মধ্যে ১১টি সাহেবগঞ্জে এবং ৩টি রাঁচিতে। এছাড়াও পাটনা ও কলকাতার একটি করে জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তথ্য অনুসারে, যাদের জায়গায় অভিযান চালানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাজমহল উদওয়ার বড় ব্যবসায়ী মাহতাব আলম, মির্জাচৌকির রঞ্জন ভার্মা, সঞ্জয় জয়সওয়াল, রাহারওয়ার সুব্রতো পাল, ব্যবসায়ী টিঙ্কল ভগত, অবধ কিশোর সিং ওরফে পাত্রু সিং, বারহারওয়ার ভগবান ভগত। আর কৃষ্ণ শাহের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এরা সবাই এই মামলার অভিযুক্ত পঙ্কজ মিশ্রের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে অবৈধ খনির অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। যখন বিষয়টি তদন্ত করা হয়, তখন দেখা যায় এটি ১২০০ কোটি টাকার কেলেঙ্কারি। এই মামলায় সিবিআই তদন্তে উঠে আসে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রর নাম।

সিবিআই-এর পাশাপাশি ইডিও এই মামলার তদন্ত করছে। এই মামলায় পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করা হলেও ঝাড়খণ্ড হাইকোর্ট তাকে জামিন দেয়। জামিনে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই পঙ্কজ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ফের গ্রেফতার করে ইডি।