Recruitment corruption case: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা

কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন অনেককে রেলে চাকরি দিয়েছিলেন লালুপ্রসাদ।

CBI raids house of former chief minister Lalu Prasad Yadav in recruitment corruption case

পশুখাদ্য মামলায় খাদ্য মামলায় কিছুদিন আগে স্বস্তি মিলেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav)৷ এবার নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ উঠল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। দিল্লি ও বিহারে আরজেডির মোট ১৭ টি ঠিকানায় শুরু হয়েছে তল্লাশি।

সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন অনেককে রেলে চাকরি দিয়েছিলেন লালুপ্রসাদ। অভিযোগ, বিনিময়ে সস্তায় জমি হাতিয়েছিলেন আরজেডি নেতার পরিবারের সদস্যরা। এমনকি জমি কেনার সময়ও টাকার লেনদেন হয়নি বলে সন্দেহ সিবিআইয়ের। এই সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে সিবিআই। আজ এমনকি লালু স্ত্রী, রাবড়ি দেবীকেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা।

   

শুধুমাত্র লালু প্রসাদ যাদব নয়, এই মামলায় লালু কন্যা সহ পরিবারের একাধিক সদস্যদের নাম জড়িয়েছে। সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের। ১৩৯ কোটির ট্রেজারি দুর্নীতি মামলায় জেল হয়েছিল তাঁর। সম্প্রতি পশু খাদ্য মামলায় জামিন পেয়েছিলেন লালু প্রসাদ যাদব৷ এবার নতুন করে অভিযোগ উঠল আরজেডি প্রধানের বিরুদ্ধে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন