ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেলের বাড়িতে সিবিআই হানা! কংগ্রেস বলছে উদ্দেশ্যপ্রণোদিত

রাইপুর: ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে সিবিআই হানা। যদিও কোন মামলার তদন্তে এই তল্লাশি হচ্ছে তা স্পষ্ট করেনি সিবিআই৷ তবে বেশিরভাগেরই ধারণা, এটি মহাদেব…

CBI raids Bhupesh Baghels house

রাইপুর: ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে সিবিআই হানা। যদিও কোন মামলার তদন্তে এই তল্লাশি হচ্ছে তা স্পষ্ট করেনি সিবিআই৷ তবে বেশিরভাগেরই ধারণা, এটি মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলার অংশ। এই মামলায় বাঘেলের নাম উঠে এসেছে বলে খবর। (CBI raids Bhupesh Baghels house)

 রায়পুর ও ভিলাইয়ে তল্লাশি CBI raids Bhupesh Baghels house

সংবাদ সংস্থা পিটিআইয়ের সূত্রে জানা গিয়েছে, সিবিআইয়ের একটি দল রায়পুর ও ভিলাইয়ে বাঘেলের বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করেছে৷ পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

   

এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে এই পদক্ষেপকে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেসের দাবি, বাঘেল বুধবার দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যেখানে তাঁকে দলের আসন্ন সভার জন্য একটি খসড়া কমিটির বৈঠকে যোগ দিতে বলা হয়েছিল। অভিযোগ, সিবিআই তাঁর দিল্লি সফর ভেস্তে দিতেই তল্লাশি অভিযানে নেমেছে।

Advertisements

তদন্তে ইডিও CBI raids Bhupesh Baghels house

সম্প্রতি মদ কেলেঙ্কারি মামলায় ইডিও তাদের তদন্তের গতি বাড়িয়েছে। ১০ জানুয়ারি ইডি হানা দিয়ে বাঘেলের বাড়ি থেকে ৩৩ লক্ষ টাকা উদ্ধার করে। একই সঙ্গে, তাঁর পুত্র চৈতন্যের বাড়িতে তল্লাশি চালানো হয়, এবং দুর্গ জেলাতেও ১৪টি স্থানে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

টাকা উদ্ধারের পর বাঘেলের দাবি, বাড়িতে যা ছিল তা কৃষিকাজ, দুগ্ধজাত পণ্য এবং পারিবারিক সঞ্চয়ের টাকা। তিনি বলেন, কোনও বেআইনি উপায়ে তিনি এই টাকা উপার্জন করেননি।

এদিকে, সিবিআই ও ইডির এই পদক্ষেপগুলো রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে। কংগ্রেস নেতারা এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া বলে দাবি করছেন, যা বিরোধীদের দমন করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে ব্যবহার করার চেষ্টা।

ভূপেশ বঘেলের বাড়িতে সিবিআইয়ের হানা রাজনৈতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং আগামীদিনে তা আরও জোরালো আলোচনার সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।

Bharat: CBI raids ex-CM Bhupesh Baghel’s house in connection with the Mahadev Betting App case. Searches extend to Raipur and Bhilai, sparking political controversy as Congress alleges targeted action. Learn about the investigation and its implications for state politics.