বড়সড় পাচার চক্রের পর্দাফাঁস করল CBI, উদ্ধার বহু শিশু

বড়সড় শিশু পাচার চক্রের পর্দাফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, মানব পাচার মামলায় দিল্লির কেশব পুরম এলাকায় সিবিআই তল্লাশি চলছে। শুক্রবার থেকে…

short-samachar

বড়সড় শিশু পাচার চক্রের পর্দাফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, মানব পাচার মামলায় দিল্লির কেশব পুরম এলাকায় সিবিআই তল্লাশি চলছে। শুক্রবার থেকে এখানে তল্লাশি চালাচ্ছে সিবিআই দল। এরপর তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে দুই সদ্যোজাতকে উদ্ধার করল সিবিআই।

   

শিশু পাচারের অভিযোগে গতকাল দিল্লির বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি চালিয়ে কেশবপুরমের একটি বাড়ি থেকে দুই সদ্যোজাতকে উদ্ধার করে সিবিআই। যে মহিলা এই শিশুদের বিক্রি করেছিল এবং যে ব্যক্তি এই শিশুদের কিনেছিল তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সিবিআই এক মহিলা-সহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আরও বিশদ বিবরণ অপেক্ষা করছে।

ধৃতদের মধ্যে হাসপাতালের ওয়ার্ড বয়সহ কয়েকজন মহিলা ও পুরুষ রয়েছে।