CBI: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তথ্য সংগ্রহ শুরু করছে সিবিআই

CBI raided

সিবিআই নজরে মুখ্যমন্ত্রী!সরগরম রাজধানী দিল্লি।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির উপর আতঙ্ক কায়েম করার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট রাজ্যগুলির ক্ষমতাসীন দলের প্রধানরা। সেই তালিকায় সর্বাধিক সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লোকসভা ভোট উপলক্ষে গঠিত অ-বিজেপি দলগুলির ইন্ডিয়া জোটের নেত্রী। মমতার মতোই বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে সুর চড়ান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার তিনি CBI নজরে। তাঁর বাংলো কেলেঙ্কারির অভিযোগের ভিত্তিতে সিবিআই প্রাথমিক তথ্য সংগ্রহ করতে শুরু করল।

সিবিআই দিল্লি সরকারের পিডব্লিউডি বিভাগকে ৩ অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রীর বাংলো সংস্কার সম্পর্কিত সমস্ত নথি জমা দিতে বলেছে। মুখ্যমন্ত্রীর বাংলো মেরামতের কাজে অপচয় বা আর্থিক অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে সিবিআই।

   

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির বাসভবন মেরামতের কাজ এ বছরের গোড়ায় শেষ হয়। তারপরেই দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনার কাছে অভিযোগ জমা পড়ে যে, বাংলো সারাতে ৫৩ কোটি খরচ দেখানো হলেও খরচ হয়েছে তার অর্ধেক টাকা। ভুয়োবিল দেখিয়ে বাকি টাকা লোপাট করা হয়েছে।এমনকি বাংলো সাজাতে বিদেশ থেকে বেআইনিভাবে কিছু বাতি আমদানি করা হয়।

এই অভিযোগ খতিয়ে দেখে উপরাজ্যপাল সিবিআই তদন্তের সুপারিশ করে প্রধানমন্ত্রীর দফতরে ফাইল পাঠান।সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর আজ বুধবার সিবিআই তদন্তে সায় দিয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন