ফের কেজরিওয়ালের জামিনের পথে কাঁটা CBI? সিঁদুরে মেঘ দেখছে আপ

শিয়রে বিধানসভা ভোট রয়েছে। তারপরেও যেন অস্বস্তি কাটতে চাইছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। দুর্নীতি মামলায় এবার কেজরিওয়ালের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নিল…

শিয়রে বিধানসভা ভোট রয়েছে। তারপরেও যেন অস্বস্তি কাটতে চাইছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। দুর্নীতি মামলায় এবার কেজরিওয়ালের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নিল সিবিআই (CBI)।

জানা গিয়েছে, আবগারি নীতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের ঝামেলা যেন কমছেই না। সিবিআই মামলায় আজ হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের শুনানি চলার সময় তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই। ফলে প্রশ্ন উঠছে, ফের কেজরিওয়ালের জামিনের পথে কাঁটা CBI?

   

সিবিআইয়ের এই পদক্ষেপকে অনেকেই সিঁদুরে মেঘ হিসেবে দেখছেন। চার্জশিট দাখিলের ফলে তদন্তের গতি যে আবারও নতুন করে বাড়বে তা বলাই বাহুল্য। সিবিআই মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি আজ দিল্লি হাইকোর্টে রয়েছে। বিচারক নীনা বনসল কৃষ্ণ ১৭ জুলাই অরবিন্দের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে অন্তর্বর্তী জামিনে যাওয়ার আবেদনের বিষয়ে আদেশটি সংরক্ষণ করেছিলেন। পাশাপাশি নিয়মিত জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ২৬ জুন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের এই চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মদ কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ হয়েছে। ইডি এবং সিবিআই উভয়ই এখন কথিত মদ কেলেঙ্কারিতে অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কিত তদন্ত শেষ করেছে। এদিকে সিবিআইয়ের এই চার্জশিট প্রভাবিত হতে পারে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের শুনানিতে বলে মনে করা হচ্ছে।