জমির বদলে রেলে চাকরি, লালু‌ ঘনিষ্ঠদের বাড়িতে CBI

লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠদের বাড়ি, অফিসে মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে সিবিআই

CBI raided

লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠদের বাড়ি, অফিসে মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে সিবিআই (CBI)। রেলে চাকরি দেওয়ার বিনিময়ে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে গত বছর থেকে তদন্ত শুরু হয়েছে।

ওই মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এছাড়া তাঁর স্ত্রী রাবড়ি দেবী, পুত্র তেজস্বী এবং বিবাহিত তিন কন্যাও অভিযুক্ত।

   

মঙ্গলবার পাটনা, দিল্লি, নয়ডা ও গুরুগ্রামে মোট নটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের মধ্যে অন্যতম হলেন ব্যবসায়ী তথা আরজেডি-এর প্রাক্তন সাংসদ প্রেম চাঁদ গুপ্তা।

প্রসঙ্গত, ইউপিএ সরকারের সময় ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ। সেই সময় বিহারের বহু ছেলেমেয়েকে মন্ত্রীর কোটায় চাকরি দেন তিনি। কিন্তু পরে জানা যায় চাকরির বিনিময়ে প্রার্থীদের বহু মূল্য জমি লিখিয়ে নিয়েছেন লালুপ্রসাদের পরিবার এবং ঘনিষ্ঠ লোকজন।

সিবিআইয়ের দাবি, ওই চক্রে রেলের বহু আধিকারিক যুক্ত।লালুপ্রসাদের পরিবার ও আরজেডি অবশ্য প্রথম থেকেই এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আসছে।

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে সিবিআই এই মামলা বন্ধ করেছিল। গত বছরের মাঝামাঝি সময়ে তারা ফের তদন্ত শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়। সিবিআই দাবি করে তারা নতুন তথ্য প্রমাণ পেয়েছে। ঘটনাচক্রে গত বছর জুনে নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির হাত ধরার এক মাসের মধ্যে সিবিআই লালুপ্রসাদ যাদবকে নোটিস দেয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন