নিট কেলেঙ্কারিতে এবার রাজ্যের ৭ জায়গায় তল্লাশি CBI-র

নিটের প্রশ্নপত্র ফাঁস মামলায় উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। এদিকে এই ঘটনায় একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে সিবিআই (CBI)। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আজ…

primary-tet-cbi-recovers-bag-of-documents-from-salt-lakes-bikash-bhavan-west-bengal-education-department

short-samachar

নিটের প্রশ্নপত্র ফাঁস মামলায় উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। এদিকে এই ঘটনায় একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে সিবিআই (CBI)। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আজ শনিবার নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় গুজরাটের সাতটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই।

   

শনিবার সকালে গুজরাটের আনন্দ, খেড়া, আমেদাবাদ ও গোধরার সাতটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এর আগে শুক্রবার ঝাড়খণ্ডের একটি স্কুলে হানা দিয়ে স্কুলের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, হাজারীবাগের ওয়েসিস স্কুলের অধ্যক্ষ এহসানুল হককে ৫ মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য হাজারীবাগের সিটি কো-অর্ডিনেটর নিযুক্ত করা হয়েছিল।

স্কুলের ভাইস প্রিন্সিপাল ইমতিয়াজ আলমকে এনটিএ সুপারভাইজার এবং ওয়েসিস স্কুলের সেন্টার কো-অর্ডিনেটর করা হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় জেলার আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সাহায্য করার অভিযোগে জামালউদ্দিন আনসারি নামে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

নিট পেপার ফাঁসের অভিযোগে সিবিআই ছয়টি এফআইআর দায়ের করেছে। এর মধ্যে একটি এফআইআর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে সিবিআই নিজেই নথিভুক্ত করেছে। রাজ্য সরকার পাঁচটি এফআইআর দায়ের করেছে, যা এখন সিবিআই তদন্ত করছে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিহার, গুজরাটে একটি করে এবং রাজস্থানে তিনটি করে মামলার তদন্ত করছে সিবিআই। উল্লেখ্য, ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্টের আয়োজন করে এনটিএ। যার ভিত্তিতে সরকারি বা বেসরকারি কলেজে মেডিক্যালে এমবিবিএস, বিডিএস এবং আয়ুষ সম্পর্কিত কোর্সে ভর্তি করা হয়।