২০৪০ কোটি টাকার প্রতারণা মামলায় চার্জশিট পেশ করল CBI

CBI west bengal

 

এবার ২০৪০ কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতি মামলায় চার্জশিট দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (ব্যাঙ্ক) নেতৃত্বাধীন ১২টি ব্যাঙ্কের একটি গোষ্ঠীর সঙ্গে জড়িত ২০৪০ কোটি টাকার প্রতারণা মামলায় দিল্লির একটি সংস্থা-সহ সাত জনের বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। মামলার অন্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে খবর।

   

সিবিআই মুখপাত্র আর সি যোশী জানিয়েছে, দিল্লির আদালতে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে হানুং টয়স অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড, এর পরিচালক অশোক কুমার বনশল এবং অঞ্জু বনসল, তাদের সহযোগী রিশু আগরওয়াল, মনোজ কুমার গর্গ এবং কালী কান্ত ঝা, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক পীযূষ জৈন এবং কোম্পানি সচিব অরবিন্দ কুমার গুপ্তা।

অভিযোগ, সেই কারচুপির ভিত্তিতেই ব্যাঙ্ক গুলির একটি দল থেকে মোটা অঙ্কের ঋণ নেওয়া হয়। ওই সংস্থা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল, এমন কাজও হয়নি বলে অভিযোগ। বিপরীতে, সংস্থাটি তার ব্যক্তিগত লাভের জন্য ঋণের পরিমাণটি ঘুরিয়ে দিয়েছে।

সিবিআই-এর কাছে অভিযোগ দায়ের হওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হয়। তদন্ত চলাকালীন প্রতিষ্ঠানটিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য-উপাত্ত খুঁজে বের করে আদালতে হাজির করা হয়। সিবিআই জানিয়েছে, এই মামলায় আরও কয়েকজনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন