নিটকাণ্ডে এবার বড় রাঘব বোয়ালকে গ্রেফতার করল CBI, এবার কী হবে?

নিটকাণ্ডে তোলপাড় গোটা দেশ। এবার এই ঘটনায় বিরাট সাফল্য পেল সিবিআই (CBI)। নিট পেপার ফাঁস মামলায় ঝাড়খণ্ড থেকে রাকেশ ওরফে রকিকে গ্রেফতার করল সিবিআই। এদিকে…

নিটকাণ্ডে তোলপাড় গোটা দেশ। এবার এই ঘটনায় বিরাট সাফল্য পেল সিবিআই (CBI)। নিট পেপার ফাঁস মামলায় ঝাড়খণ্ড থেকে রাকেশ ওরফে রকিকে গ্রেফতার করল সিবিআই।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে ৭টা নাগাদ তাঁকে গ্রেফতার করে পাটনার বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। সঞ্জীব মুখিয়ার এক আত্মীয় রকি এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতারের আগে পর্যন্ত সে পলাতক ছিল। সিবিআইয়ের তদন্তকারী দল এর আগে মঙ্গলবার সানি ও রঞ্জিত নামে আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল। দু’জনের মধ্যে একজন নিট পরীক্ষার্থী এবং অন্যজন অন্য পরীক্ষার্থীর অভিভাবক।

   

রঞ্জিতকে গয়ায় এবং সানিকে নালন্দা থেকে গ্রেফতার করা হয়। এই দু’জনকে ছ’দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে, সেই সময় রকির অবস্থান প্রকাশ করা হয়েছিল। এর আগে চিন্টু নামে আর এক সন্দেহভাজন সিবিআই হেফাজতে ছিল। চিন্টুর জিজ্ঞাসাবাদের সময়ই রকির জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। চিন্টুর রিমান্ড শেষে তাকে জেলে পাঠানো হয়।

সিবিআইয়ের সন্দেহ, হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। সন্দেহ হল, ফাঁস হওয়া কাগজটি সঞ্জীব মুখিয়ার কাছে পৌঁছায়, যিনি মোবাইলের মাধ্যমে চিন্টুকে পাঠিয়ে দেন। চিন্টু এবং রকি এমবিবিএস ছাত্রদের মাধ্যমে এনইইটি প্রশ্নপত্র সমাধান করেছিল বলে অভিযোগ করা হয়েছে। এরপরে সমাধান করা প্রশ্নপত্র এবং উত্তরগুলি পাটনার লার্ন প্লে স্কুলে চিন্টু এবং রকির মাধ্যমে পরীক্ষার্থীদের সরবরাহ করা হয়েছিল।

মূল চক্রী সঞ্জীব মুখিয়াকে খুঁজে বের করতে এবার রকির গ্রেফতারিকে কাজে লাগাবে সিবিআই বলে মনে করা হচ্ছে।