জাতপাতের জ্বলন্ত আগুন দুই বিজেপি-রাজ্যে: দলিতকে মূত্রপান করানোর বর্বরতায় উত্তাল দেশ!

ভোপাল: এক দলিত (Dalit) ড্রাইভারের উপর পৈশাচিক বর্বরতার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের সুরপুরা গ্রাম। জানা গিয়েছে, ভিন্দ জেলায় সোনু বড়ুয়া নামক এক ব্যক্তির বাড়িতে ড্রাইভারের কাজ করতেন ওই দলিত ব্যক্তি। সম্প্রতি তিনি সোনুর গাড়ি চালানোর কাজ ছেড়ে দেন। এতেই মালিকের রোষের মুখে পড়েন ওই দলিত ব্যক্তি।

Advertisements

সোমবার রাতে তাঁকে গোয়ালিয়রে তাঁর শ্বশুরবাড়ি থেকে অপহরণ করে সুরপুরা গ্রামে নিয়ে যায় সোনু বড়ুয়া সহ তাঁর দুই সহযোগী অশোক পাঠক এবং ছোটু ওঝা। ওই দলিত (Dalit) ব্যক্তিকে কাজে ফেরার জন্য জোরাজুরি করে থাকেন তাঁরা। বেধড়ক মারধোরের সঙ্গে মদ্যপানে বাধ্য করা হয় তাঁকে। এরপর সোনু এবং তাঁর সঙ্গীরা তাঁকে মূত্রপান করতে বলে, বলে অভিযোগ করেছেন দলিত ড্রাইভার।

এরপর আকুতপুরা গ্রামে পৌঁছানর পর সোনুরা তাঁকে শিকল দিয়ে বেঁধে সারারাত অত্যাচার করে বলে জানিয়েছেন নির্যাতিত ড্রাইভার। কোনোক্রমে অভিযুক্তদের হাত থেকে পালাতে সক্ষম হন তিনি। তাঁকে ভিন্দের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবাদে সরব ভীম আর্মি

এদিকে ঘটনার পর পুলিশ পদক্ষেপ নিতে দেরি করেছে বলে অভিযোগ জানিয়ে প্রতিবাদ শুরু করে ভীম আর্মির সদস্যরা (Bhim Army)। নির্যাতিত যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানে জড়ো হয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। অভিযুক্তদের শাস্তি না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

বিক্ষোভের পর, রাজ্যের মন্ত্রী রাকেশ শুক্লা ভিন্দ কালেক্টর কিরোদি লাল মীনা এবং অতিরিক্ত পুলিশ (Police) সুপার সঞ্জীব পাঠককে সঙ্গে নিয়ে নির্যাতিত দলিত ড্রাইভারকে দেখতে যান। মন্ত্রী যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Advertisements

রাকেশ শুক্লা বলেন, “নির্যাতিতকে প্রস্রাব পান করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিত দলিত ড্রাইভার। পুলিশ প্রতিটি দিক তদন্ত করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচারের ঘটনায় সরব বিরোধীরা

দীপাবলির সন্ধ্যায় যোগী রাজ্য উত্তরপ্রদেশের লখনউ-শহরতলিতে আরও এক দলিত ব্যক্তির উপর নির্যাতনের ঘটনা সামনে আসে। ৬০ বছরের এক দলিত (Dalit) ব্যক্তি রামপাল রাওয়াতকে মন্দিরের নিকটবর্তী জায়গার মাটি চাটতে নাধ্য করা হয়। ঘটনায় স্বামী কান্ত ওরফে ‘পাম্মু’ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন সমাজবাদী পার্টির প্রমুখ অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এক্সে এই ঘটনাকে ‘বর্বরোচিত এবং অমানবিক’ বলে উল্লেখ করে ক্ষোভ উগড়ে দেন অখিলেশ। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি RSS-কর্মী বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। বিজেপি এবং RSS-কে ‘দলিত বিরোধী’ বলে উল্লেখ করে তোপ দেগেছে কংগ্রেস। যদিও কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে পুলিশ।