Mahua Moitra: অর্থের জন্য দেশের সুরক্ষাকে বন্ধক দিয়েছে তৃণমূল সাংসদ, অভিযোগে তোলপাড় দেশ

মহুয়ার বিরুদ্ধে আবার ফের বড় অভিযোগ তুললো নিশিকান্ত দুবে। তিনি বলেন অর্থের জন্য দেশের সুরক্ষাকে বন্ধক দিয়েছে সাংসদ মহুয়া মৈত্র। দুবাই থেকে মহুয়া মৈত্রের আইডি…

Mahua Moitra: অর্থের জন্য দেশের সুরক্ষাকে বন্ধক দিয়েছে তৃণমূল সাংসদ, অভিযোগে তোলপাড় দেশ

মহুয়ার বিরুদ্ধে আবার ফের বড় অভিযোগ তুললো নিশিকান্ত দুবে। তিনি বলেন অর্থের জন্য দেশের সুরক্ষাকে বন্ধক দিয়েছে সাংসদ মহুয়া মৈত্র। দুবাই থেকে মহুয়া মৈত্রের আইডি খোলা হয়েছিল। সেই সময় সংশ্লিষ্ট সংসদ ভারতেই ছিলেন। এরপরেও রাজনীতি করছে তৃণমূল সহ বিরোধীরা। NIA তদন্ত করবে এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের।

নিশিকান্ত দুবে এক বড়সড়ো অভিযোগ এনেছেন তিনি দাবি করছেন মহুয়া মৈত্র যখন ভারতেই ছিলেন তখন দুবাই থেকে তার সংসদের অ্যাকাউন্ট লগইন করা হয়। এই অভিযোগ এর আগেও সামনে এসেছে। এবং এই অভিযোগ ইতিমধ্যেই লোকসভার স্পিকার, সিবিআইয়ের কাছে জমা পড়েছে। এবং এই অভিযোগটি বহিরাগতের বিরুদ্ধে উঠেছে যে একাউন্ট লগইন করেছিল ব্যবসায়ী হীরা নন্দানি। তিনি হলফনামা দিয়ে অভিযোগটি স্বীকার করেছে।

এরপরে নিশিকান্ত দুবে এক্স হ্যান্ডেলে জানান, মহুয়া মৈত্র ভারতে থাকাকালীন সময় দুবাই থেকে তার একাউন্টে লগইন করা হয় এবং এ বিষয়টি এনআইএর তরফ থেকে তদন্তকারী সংস্থাকে জানানো হয়। এই অভিযোগটি প্রথম নিশিকান্ত দুবে সামনে এনেছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী প্রথম সিবিআইকে এই বিষয় গুলি বলেন। এবং তিনি যে সিবিয়াইকে জানিয়েছেন সেটা নিশিকান্ত দুবেকে চিঠিতে লিখে জানান।

Advertisements

মহুয়া মৈত্র নিশিকান্ত দুবের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন। যে মামলার এখনো কোনও সুবিধা তিনি করে উঠতে পারেননি। এর মধ্যেই নিশিকান্ত দুবে আরেকটি হামলা করেন যে NIA এর তরফ থেকে বিষয়টি তদন্তকারী সংস্থাকে জানানো হয়েছে।