HomeBharat‘উদয়পুর ফাইলস’ নিয়ে মামলা, স্থগিত মুক্তি

‘উদয়পুর ফাইলস’ নিয়ে মামলা, স্থগিত মুক্তি

- Advertisement -

Udaipur Files: মুক্তির আগেই বিতর্কে জড়ানো ‘উদয়পুর ফাইলস’ ছবিকে ঘিরে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানি পিছিয়ে দেওয়া হল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি কমিটির মতামতের অপেক্ষায় রয়েছে শীর্ষ আদালত। ওই কমিটি বুধবার দুপুর আড়াইটে নাগাদ ছবিটি নিয়ে আলোচনায় বসেছে বলে জানা গিয়েছে। আদালত একইসঙ্গে মহম্মদ জাভেদ নামে আবেদনকারীর এই ছবির মুক্তি নিয়ে আপত্তির কারণও শুনতে বলেছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওই কমিটিকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, আদালত ছবির নির্মাতা ও কানহাইয়া লাল নামে খুন হওয়া ব্যক্তির ছেলেকে পুলিশের দ্বারস্থ হওয়ার অনুমতি দিয়েছে। আদালত থেকে জানানো হয়েছে, যদি কোনওভাবে তাঁদের প্রাণের হুমকি থাকে তাহলে তাঁরা পুলিশ জানাতে পারবেন এবং পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে বাধ্য থাকবে।

   

উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়া লালকে নির্মমভাবে খুন করা হয়। তাঁর হত্যাকাণ্ডের উপর নির্ভর করে নির্মিত হয়েছে ‘উদয়পুর ফাইলস’ ছবিটি। ওই খুনে মূল অভিযুক্ত ছিল মহম্মদ রিয়াজ ও মহম্মদ ঘাউস। অভিযোগ, প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার একটি বিতর্কিত মন্তব্য সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় তাঁকে হত্যা করা হয়। সেই ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘উদয়পুর ফাইলস’।

ছবিটি ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও, দিল্লি হাইকোর্ট এক দিন আগেই মুক্তির উপর স্থগিতাদেশ জারি করে। কেন্দ্রীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়াই সিনেমা মুক্তি নিয়ে আপত্তি জানায় জমিয়ত উলেমা-ই-হিন্দ। সংগঠনটির আর্জির ভিত্তিতেই কেন্দ্রীয় কমিটি ছবিটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। তাদের মতামত না আসা পর্যন্ত ছবির মুক্তি স্থগিত থাকবে বলে জানায় হাইকোর্ট।

অন্যদিকে, কানহাইয়া লাল হত্যা মামলার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মূল অভিযুক্ত মহম্মদ রিয়াজ ও মহম্মদ ঘাউস-সহ আটজনের বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা চলছে জয়পুরের বিশেষ আদালতে। অভিযুক্ত মহম্মদ জাভেদ সুপ্রিম কোর্টে ‘উদয়পুর ফাইলস’-এর মুক্তির বিরোধিতা করে মামলার আবেদন করেন। তাঁর যুক্তি, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই ছবির মুক্তিতে স্থগিতাদেশ দেওয়া হোক।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular