মোদীকে অশ্রাব্য গালিগালাজ কংগ্রেস কর্মীদের, মামলা দায়ের রাহুলের বিরুদ্ধে

বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আরও একটি মামলা দায়ের হল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। পাটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিজেপি…

Rahul Gandhi

বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আরও একটি মামলা দায়ের হল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। পাটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু (Krishna Singh Kallu)। ভোটার অধিকার যাত্রার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ও তাঁর মা-কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে কংগ্রেস কর্মীরা। এই ঘটনার দায় কংগ্রেস নেতার উপর চাপিয়ে মামলা করেছেন ওই বিজেপি নেতা।

প্রসঙ্গত, বিহারে ১৩০০ কিলোমিটার ‘ভোটার আধিকার যাত্রা’ শুরু করেছেন রাহুল গান্ধী। ভোটচুরির অভিযোগ এনেছেন তিনি। বুধবার, সেই যাত্রাপথের এক সভামঞ্চ থেকে অশ্রাব্য ভাষায় প্রধানমন্ত্রী ও তাঁর মা-কে স্লোগান দেয় কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ। এই ঘটনা ঘটার সময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। কেউ না থাকার ফলে কর্মীরা মঞ্চে উঠে এমন কাণ্ড ঘটায়।

   

ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি জানিয়েছে যে এমন ভাষায় প্রধানমন্ত্রীকে এর আগে কখনও নিশানা করা হয়নি। ঘটনার জন্য সম্পূর্ণভাবে রাহুল গান্ধীকেই দায়ি করেছেন পাটনার বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু। তিনি মামলা দায়ের করেছেন পাটনার গান্ধী ময়দান থানায়। শুধু মামলা নয়, রাহুলের ভোটার অধিকার যাত্রাতেও আগামী দিনে বাধা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীর এই অপমানের পর আর বিহারবাসী কংগ্রেস-আরজেডির কোনও সভা করতে দেবে না।”

Advertisements

বিজেপির তরফে জানানো হয়েছে যে এই বিহারবাসী এর জবাব দেবে এই ঘটনার। তবে কংগ্রেস পুরো ঘটনার দায় এড়িয়ে নিন্দা করেছে। তারা দাবি করেছে যে দলের কোনও নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করেননি। কর্মীরা যে কাণ্ড ঘটিয়েছেন, সেটা নিন্দনীয়।