চাকরিপ্রার্থীদের রাস্তায় ফেলে মার পুলিশের, পিকে-র বিরুদ্ধে উস্কানির অভিযোগ, দায়ের FIR

নয়াদিল্লি: পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষায় কারচুপি এবং প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল বিহার৷ নতুন করে পরীক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন চকরিপ্রার্থীরা৷ রবিবার রাতে রাজ্য রাজধানী…

Case against Prashant Kishor

short-samachar

নয়াদিল্লি: পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষায় কারচুপি এবং প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল বিহার৷ নতুন করে পরীক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন চকরিপ্রার্থীরা৷ রবিবার রাতে রাজ্য রাজধানী পটনার গান্ধী ময়দানে জড়ো হতে শুরু করেন হাজার হাজার পরীক্ষার্থী৷ সেখান থেকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ি পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল তাঁদের৷ চাকরিপ্রার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ওরফে পিকে। (Case against Prashant Kishor )

   

গান্ধী ময়দান থেকে মিছিল এগোতে শুরু করলে চাকরিপ্রার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ৷ অভিযোগ, চাকরিপ্রার্থীদের ওই মিছিলে উস্কানি দিয়েছেন পিকে ও তাঁর দল৷ যার জেরে পাটনায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে৷ এর পরেই জন সুরাজ পার্টির বিহার শাখার প্রধান পিকে-র বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ৷  সোমবার সকাল ১১টায় এই ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করবেন একদা ভোট কুশলী৷ 

চাকরিপ্রার্থীদের সমর্থন Case against Prashant Kishor

চাকরিপ্রার্থীদের এই আন্দোলন শুরু হয়েছে গত ১৩ ডিসেম্বর থেকে৷ বহু রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সমাজকর্মীরা তাঁদের সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন৷ এদিকে, বিহার পুলিশের তরফে এক বিবৃতিতে বলা বলেছে, জন সুরাজ পার্টি গান্ধী ময়দানে ‘ছাত্র সংসদ’ করার পরিকল্পনা করেছে বলে শনিবার জেলা প্রশাসনকে জানান। তবে জেলা প্রশাসন তাদের আবেদন খারিজ করে দেয়৷ পুলিশ জানায়, অনুমতি ছাড়াই রবিবার গান্ধী মূর্তির কাছে জমায়েত করে জন সূরজ পার্টি৷ যা চাকরিপ্রার্থীদের প্রতিবাদে ইন্ধন জোগায়৷ যার জেরে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে৷ চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে শুরু করলে তাঁদের ঠেকাতে জলকামান ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে৷ অভিযোগ, চাকরিপ্রার্থীদের রাস্তায় ফেলে বধরক মারধরও করা হয়েছে।

পিকে-র বিরুদ্ধে মামাল Case against Prashant Kishor

এই ঘটনায় মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের মধ্যে রয়েছেন জন সুরাজ পার্টির সভাপতি মনোজ ভারতি, কোচিং সেন্টারের অপারেটর-  নিখিল মনি তিওয়ারি, সুভাষ কুমার ঠাকুর, শুভম স্নেহলিল, প্রশান্ত কিশোর এবং তাঁর দুই বাউন্সার আনন্দ মিশ্র ও রাকেশ কুমার মিশ্র৷ এছাড়াও ৬০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। পাটনার জেলা ম্যাজিস্ট্রেট এই ঘটনার তদন্তের কথা নিশ্চিত করেছেন।

 Bharat: Bihar erupts in protests over BPSC exam cheating and question leaks. Thousands gather in Patna, led by Prashant Kishor. Police clash with demonstrators. Job seekers demand re-examination. Political leaders and activists show support.