অখিলেশ যাদবের প্রদীপ-ব্যয়বিরোধী মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Candlelight Controversy: Hindu Outfit Protests Akhilesh Yadav’s Festival Advice

উত্তরপ্রদেশের অযোধ্যা‑শহরে এবারের দীপাবলি উদযাপনের প্রস্তুতি চোখ ধাঁধানো। সরযূ নদীর ঘাটবর্তী ৫৬ টি ঘাটে ২৬ লক্ষেরও বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে শহরকে আলোর সমুদ্রে ভাগাভাগি করার লক্ষ্য রাখা হয়েছে। শাসক দল তথা রাজ্য সরকারের তৎপরতায় প্রশাসনিক দায়িত্ব বাস্তবায়িত হচ্ছে — আলো‑সজ্জা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরাপত্তা‑ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি তৎপরতার সঙ্গে নেওয়া হয়েছে। তবে ঠিক এই মুহূর্তে বিষয়টি রাজনীতির ময়দানে পরিণত হয়েছে। অখিলেশ যাদব (Akhilesh Yadav) , যিনি সমাজিকবাদী পার্টি‑র প্রধান, এই বহুল আয়োজন নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন — উদাহরণস্বরূপ, তিনি বলেন কেন শহরের ঘাট ও প্রদীপ‑সাজ‑সজ্জায় এত বেশী খরচ করা হচ্ছে? তাঁর মতে, “দিয়ারা ও মোমবাতিতে এত খরচ কেন?”‑এই প্রশ্ন উঠে এসেছে।  

Advertisements

এই উৎসব শুধু ধর্মীয় আভিজাত্যই নয়, একটি বৃহৎ সাংস্কৃতিক ও পর্যটন‑উৎসবও হয়ে উঠেছে। আয়োজকরা শুধু প্রতিবারের থেকে বড় ভাবেই আয়োজন করছেন — আধুনিক প্রযুক্তি, লেজার দর্শন, প্রদীপের সারি, স্বেচ্ছাসেবক নিয়োগ, পরিবেশ‑সচেতন নির্দেশনা এসবই অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, মাটির প্রদীপের পাশাপাশি রয়েছে পরিবেশ‑বান্ধব গ্রীন আতশবাজি ও আধুনিক আলোচিত্র‑সাজ।  

Advertisements