প্রধানমন্ত্রীকে (Prime Minister Modi) নিয়ে মানহানিকর মামলায় সাংসদ পদ বাতিল হয়েছে রাহুল গান্ধীর। এ র পরেই আরও একটি মানহানিকর মামলার ভিত্তিতে প্রধানমন্ত্রী মোদীর সাংসদ পদ বাতিল হতে পারে এমনই বিতর্ক তীব্র। সংসদে বিতর্কিত”শূর্পণখা মন্তব্য” চর্চিত হতে শুরু করেছে ফের। এই মন্তব্যের জেরে পাঁচ বছর পর মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী।
অভিযোগ, রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “রামায়ণ সিরিজের পর আপনার সৌজন্যে শূর্পণখার মতো এমন হাসি শুনলাম।” সেসময় মোদীর নিশানা ছিলেন তেলেঙ্গানার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী।
রেণুকা চৌধুরী বলেছেন, তিনি মোদীর ২০১৮ সালের মন্তব্যের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করবেন। প্রসঙ্গত, গুজরাটের এক বিজেপি নেতার দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় তাঁরই দলের নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারপরই জামিন পান। আর সেই কারাদণ্ডের সাজাকে ভিত্তি করে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। তিনি কেরলের ওয়েনাড থেকে কংগ্রেস সাংসদ ছিলেন। লোকসভা সচিবালয় নোটিশ দিয়ে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের কথা জানায়।
কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেছেন আমাকে কটাক্ষ করে শূর্পণখা বলার পর এবার আদালত কী ব্যবস্থা নেয় তা আমরা দেখব। তিনি টুইটে রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর বিতর্কিত মন্তব্যের ভিডিও ক্লিপিংও পোস্ট করেছেন।