Myanmar border: ভারত সীমান্তে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, বিস্ফোরণে গুঁড়িয়ে গেল জঙ্গি ঘাঁটি

Camp of Naga insurgent group busted near India-Myanmar border

আন্তর্জাতিক সীমান্তের (India-Myanmar border) কাছে বড়সড় জঙ্গি দমন অভিযান। এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো জঙ্গি শিবির। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। সাম্প্রতিক সময়ে এই জঙ্গি দমন অভিযানটি বড় সাফল্য বলে চিহ্নিত হলো এমন সময়ে যখন তিন রাজ্য মেঘালয়,নাগাল্যান্ড ও ত্রিপুরার বিধানসভা নির্বাচন চলছে।

ভারত-মায়ানমার সীমান্তের কাছে একটি বড় জঙ্গি দমন অভিযান চালাল অরুণাচল প্রদেশের পুলিশ। বৃহস্পতিবার চাংলাং জেলায় নাগা বিদ্রোহী গোষ্ঠীর শিবির গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানাচ্ছে সে রাজ্যের পুলিশ। ইস্টার্ন নাগা ন্যাশনাল গভর্নমেন্ট (ENNG) একটি সশস্ত্র নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি। তাদের শিবিরে অরুণাচল পুলিশের অতর্কিতে আক্রমণ নিয়ে পুরো উত্তরপূর্বাঞ্চল সরগরম। নাগাল্যান্ডের বিধানসভা ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। তার আগেই ENNG নাগা সংগঠনটির শিবির ধংস করা হল।

   

বৃহস্পতিবার সকালে অরুণাচল প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স চাংলাং জেলার লুংপাং এলাকায় ইস্টার্ন নাগা ন্যাশনাল গভর্নমেন্ট (ইএনএনজি) এর বিদ্রোহীদের দখলে থাকা ক্যাম্পে আক্রমণ শুরু করে। পুলিশের আক্রমণে পালায় জঙ্গিদের কয়েকজন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন