ব্যাংকের শৌচালয়ে আত্মঘাতি ব্যবসায়ী, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

চন্ডীগড়: HDFC ব্যাংকের শৌচালয়ে বিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন ৪৫ বছরের এক ব্যবসায়ী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালির একটি এইচডিএফসি ব্যাংকে। জানা গিয়েছে, রাজদীপ…

ব্যাংকের শৌচালয়ে আত্মঘাতি ব্যবসায়ী, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

চন্ডীগড়: HDFC ব্যাংকের শৌচালয়ে বিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন ৪৫ বছরের এক ব্যবসায়ী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালির একটি এইচডিএফসি ব্যাংকে। জানা গিয়েছে, রাজদীপ সিং নামক ওই ব্যক্তির ইমিগ্রেশন সংক্রান্ত ব্যবসা ছিল। ইদানিং দেনায় জর্জরিত হয়ে পড়েন তিনি। এরই মধ্যে তাঁর ব্যবসায় এক বিনিয়োগকারী পুলিশ আধিকারিক রাজদীপের কাছে টাকা ফেরত চাইছিল।

আত্মহত্যা করার আগে ভিডিও বার্তায় সহকারি ইন্সপেক্টর জেনারেল গুরজোত সিং কালের এবং সহকারি ইন্সপেক্টর ঋষি রানার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন রাজদীপ। জানা গিয়েছে, মোগার আধি বাসিন্দা হলেও মোহালির সেক্টর ৮০-এর একটি ভাড়া বাড়িতে থাকতেন রাজদীপ সিং। তাঁর বাবা পরমজিৎ সিং পুলিশকে জানিয়েছেন, “মঙ্গলবার ঋষি রানা এবং আরও এক ব্যক্তি তাঁদের বাড়িতে এসে রাজদীপকে তুলে নিয়ে যায়। তাঁর ওকে অত্যাচার করে ভিডিও বানায় এবং HDFC ব্যাংক থেকে রাজদীপের নামে ঋণ নিয়ে ওদের টাকা শোধ করতে বলে।”

   

সেইসঙ্গে পুলিশের কাছে রাজদীপের বাবা লিখিত অভিযোগে জানিয়েছেন, “ওই দুই ব্যক্তিই আমার ছেলেকে জোর করে মোহালির ৬৮ সেক্টরের HDFC ব্যাংকে নিয়ে যায়।” ব্যাংকের শৌচালয়ে রাজদীপ একটি ভিডিও করেন। সেখানে “আমি কোনও অন্যায় করিনি। আমি কোথায় টাকা পাব? তোমরা আমাকে অনেক হয়রান করেছ। আমি আত্মহত্যা করছি, বিদায়”, বলেই নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালান রাজদীপ। সুইসাইড নোটে রাজদীপ তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে “তার কাছে আর কোনও উপায় ছিল না”।

Advertisements

কালের এবং রানা ছাড়াও, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং রিয়েল এস্টেট ডিলার সুনীল আগরওয়াল, ক্যাটারার রিঙ্কু কৃষ্ণ এবং ফিরোজপুরের বাসিন্দা সাইনা অরোরাকে এফআইআরে অভিযুক্ত করা হয়েছে। সুইসাইড নোটে রাজদীপ লিখেছেন, তার ব্যবসায়িক অংশীদার রিঙ্কু এবং সাইনার থেকে ৪০ লক্ষ টাকা পান এবং তারা টাকা ফেরত দিচ্ছে না। এদিকে রাজদীপের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।