Jammu: খাদে পড়ল জওয়ানদের বাস, ভয়াবহ পরিস্থিতি

মঙ্গলবার সকালে বড়সড় বিপত্তি জম্মু-কাশ্মীরে। ৩৭ জন আইটিবিপি সেনা জওয়ান বোঝাই বাস পড়ল খাদে। জম্মু-কাশ্মীরের ফালাগাম এলাকায় বিপত্তি ঘটে। মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বাসটি চন্দনওয়ারি থেকে ফালাগাঁওইয়ের দিকে যাচ্ছিল বাসটি।সেই সময় ব্রেক ফেল করে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী। এ বিষয়ে জম্মু কাশ্মীরের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আইটিবিপি-র ৬ জন কর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 

   

আরও কত জন সেনার খোঁজ পাওয়া গিয়েছে এবং কতজন নিখোঁজ রয়েছে, তা জানতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

“এদিকে  বাসের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য শ্রীনগর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।” জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন