Maharashtra: সাতসকালে বাস খাদে পড়ে মৃত ১৩, জখম ২৫

Bus accident in Raigad, Maharashtra

মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড়ের খোপোলি এলাকায় একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত এবং প্রায় ২৫ জন আহত হয়েছে। রায়গড়ের এসপি জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বলা হচ্ছে, পুরনো মুম্বই-পুনে হাইওয়েতে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

এ মহাসড়কের বোরঘাটে একটি বেসরকারি বাস খাদে পড়ে যায়। বাসটি পুনে থেকে মুম্বাই আসছিল। বাসে মোট ৪০-৪৫ জন যাত্রী ছিল। চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই বড় দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও রায়গড় পুলিশ। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন